স্পোর্টস ডেস্ক : নতুন ক্রিকেটীয় বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিছুটা চমক রেখেই সাজানো হয়েছে এবারের চুক্তির তালিকা।
বিসিবির সাথে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও ইমরুল কায়েস। এদের মধ্যে সাকিব আল হাসান চুক্তির বাইরে নিষেধাজ্ঞার কারণে। মাশরাফি ও ইমরুলের পরিণতি বরণ করে নিতে হয়েছে তিন পেসার আবু হায়দার রনি, সৈয়দ খালেদ আহমেদ ও রুবেল হোসেন এবং টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান সাদমান ইসলামকে- তারাও বাদ পড়েছেন চুক্তি থেকে।
এদিকে নতুন করে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ৫ ক্রিকেটার। তারা হলেন- নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, এবাদত হোসেন চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব ও নাইম শেখ।
টেস্টের অর্থাৎ লাল বলের জন্য চুক্তির তালিকায় জায়গা পেয়েছেন ১১ জন ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টি অর্থাৎ লাল বলের জন্য চুক্তিতে আছেন ১২ জন। এদের মধ্যে সব ফরম্যাটের চুক্তিতেই আছেন ৭ জন ক্রিকেটার। টেস্টের চুক্তি থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান।
একনজরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি
লাল বলের চুক্তি: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন।
সাদা বলের চুক্তি: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ।
চুক্তি থেকে বাদ পড়লেন যারা: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, খালেদ আহমেদ, রুবেল হোসেন, সাদমান ইসলাম।
নতুন করে চুক্তিতে যারা: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, এবাদত হোসেন চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।