অর্থনীতি ডেস্ক : পেঁয়াজ আমদানিতে ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে ৯ শতাংশ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে রাষ্ট্রীয় এই সংস্থা। প্রজ্ঞাপনে ঋণপত্র বা এলসি করার ক্ষেত্রে মাশুল বা মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যবসায়ী ঋণের ক্ষেত্রে সুযোগটি কাজে লাগবে বলেই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। এতে পেঁয়াজ আমদানিকারক বাড়ার পাশাপাশি পেয়াজের নতুন বাজারও খুঁজে পাওয়া যাবে বলেও দাবি করছেন অনেকে।
অবশ্য বাজার নিয়ন্ত্রণে রাখতে ঋণের সুদ নিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। নাম প্রকাশ না করা শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর রাখা হবে। কেবল পেঁয়াজের ক্ষেত্রে এটি প্রযোজ্য থাকবে।
এদিকে ঢাকার পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে। ঢাকার মসলাজাতীয় পণ্যের সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র পুরান ঢাকার শ্যামবাজারের আড়তে আজ প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭০ টাকার আশপাশে, ভারতীয় পেঁয়াজ ৬৫-৭০ টাকা ও মিয়ানমারের পেঁয়াজ ৫৮-৬০ টাকা দরে বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা।
অবশ্য খুচরা বাজারে এর প্রভাব ততটা পড়েনি। ঢাকার কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১০০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা আগের চেয়ে কেজিপ্রতি ১০ টাকার মতো কম। অবশ্য কোনো কোনো জায়গায় সেরা মানের দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১২০ টাকায় উঠেছিল, যা এখন ১১০ টাকায় নেমেছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.