বিনোদন ডেস্ক : প্রেম ও বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তের জীবনে এটা এখন মামুলি ব্যাপার। এবার এ অভিনেত্রী জানালেন, পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার কথা। ইশক এফএম-এ ‘ইশক উইথ নুসরাত ভালোবাসা বোল্ড’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে এ তথ্য জানান তনুশ্রী।
টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই প্রোগ্রামে ব্যক্তিগত জীবনে সম্পর্কের ‘বোল্ড’ অংশ নিয়ে প্রশ্ন করলে তনুশ্রী বলেন—‘একজন বিবাহিত পুরুষের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল।’ যদিও তার নাম পরিচয় প্রকাশ করেননি তনুশ্রী।
https://inews.zoombangla.com/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a7%9f%e0%a7%81%e0%a6%b7/
৩৭ বছর বয়সী ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। দশ বছর আগে এক সম্পর্কে জড়িয়ে অনেকটা মাশুল গুণতে হয়েছিল বলে জানান তিনি। এ অভিনেত্রীর ভাষায়—‘দশ বছর আগে প্রেম করে বাঁশ খেয়েছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন তনুশ্রী দত্ত। বিয়ের বিষয়ে এ অভিনেত্রী বলেন, ‘এখনো সিদ্ধান্ত নিইনি কবে বিয়ে করব। তবে বিয়ে করব। সেটা সময় বলে দেবে’, কিন্তু কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে মুখ খুলেননি। জানা যায়, এক প্রযোজকের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।