নিকন তাদের Z50 ও Z fc মডেলের ক্যামেরার পর তৃতীয়বারের মত MIRRORLESS ক্যামেরা বাজারে রিলিজ করেছে। নিকন Z30 নামে এই MIRRORLESS ক্যামেরা জুলাই এর ১৪ তারিখে বিশ্বব্যাপী রিলিজ করে। এর দাম ৬৫ হাজার টাকা।
নিকন Z30 ক্যামেরা ভ্লগারদের জন্য সবথেকে বেশি মানানসই। ভিডিওগ্রাফির উপরে ফোকাস করে এই ক্যামেরাটি তৈরি করা হয়েছে। তবে লেন্স চয়েজ এর পর্যাপ্ত সুবিধা নেই এবং হেডফোন জ্যাক ব্যবহার করার অপশন না থাকায় কিছুটা হতাশ হতে হচ্ছে।
আগের দুইটি MIRRORLESS ক্যামেরা থেকে এখানে বিল্ড কোয়ালিটি এবং রেকর্ডিং সক্ষমতার মধ্যে তেমন কোন পার্থক্য নেই। ডিজাইনের ক্ষেত্রে বড় পার্থক্য লক্ষ্য করা যায়। ভিডিও করার ক্ষেত্রে ক্যামেরাটি ভালো কোয়ালিটি বজায় রাখতে সক্ষম।
সমস্যা হচ্ছে ক্যামেরার জগতে যারা নতুন এবং স্কিল কম তারা শুরুতে অতিরিক্ত লেন্স ক্রয় করতে চান না। লেন্স চয়েজ করার ক্ষেত্রে Z30 মডেলে সুযোগ সীমাবদ্ধ থাকছে।
তবে ১২ থেকে ২৮ মিলিমিটারের ডিএক্স লেন্স এই ক্যামেরায় ব্যবহার করা যাচ্ছে যা ভিডিওগ্রাফির ক্ষেত্রে সুবিধা বয়ে আনবে। তবে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স ব্যবহারের সুযোগ থাকছে না।
এই ক্যামেরায় সবথেকে প্রশংসনীয় বিষয় হচ্ছে নিকন সাশ্রয়ী মূল্যে একটি MIRRORLESS ক্যামেরা বাজারে আনতে সক্ষম হয়েছে। একই সাথে ভালো কোয়ালিটি বজায় রাখা সম্ভব হয়েছে। পরীক্ষা করে দেখা যায় ক্যামেরাটি সহজে হাতের গ্রিপের মধ্যেই থাকছে। ফলে ছবি তোলার ক্ষেত্রে সুবিধা পাওয়া যাচ্ছে।
নিকনের এ ক্যামেরায় স্ক্রিন ব্যবহার করে সহজে ভিডিওগ্রাফি করা সম্ভব হবে। এজন্য ভিউ ফাইন্ডার না থাকলেও তেমন কোন সমস্যা হবে না। মেনু নেভিগেশন সহজে করতে পারবেন এবং প্রয়োজনীয় সব ধরনের ফাংশন যোগ করা হয়েছে।
USB C কানেক্টরের মাধ্যমে সহজে চার্জ করা যাবে। ক্যামেরার মধ্যে স্টেরিও টাইপের মাইক সিস্টেম রয়েছে। এটি কম্প্যাক্ট এবং পাতলা ডিজাইনের ও যারা ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য ক্যামেরা চান তারা এটি নির্বাচন করতে পারেন।
রিমোট সিস্টেমে ক্যামেরাটি নিয়ন্ত্রণ করতে পারবেন। কম্পিউটারের সাহায্যে লাইভ স্ট্রিম করা যাবে। 4K রেজুলেশন ও যে কোন পরিস্থিতিতেই এ ক্যামেরা ব্যবহার করে ভিডিও করতে পারবেন। ১৬ থেকে ৫০ মিলিমিটারের মধ্যে ভালো কোয়ালিটির লেস ব্যবহার করা যাবে। পাশাপাশি ছবি এবং ভিডিও এর কোয়ালিটি প্রশংসার দাবি রাখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।