জুমবাংলা ডেস্ক : নাটোরে কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে খেজুরের গুড়। ভেজাল গুড় তৈরি ও মজুদের অভিযোগে বড়াইগ্রাম উপজেলায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
গতকাল সোমবার সন্ধ্যায় বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের আটঘরিয়া ও ভবানীপুর গ্রামে ওই অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার ৭০০ কেজি আখের চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি ভেজাল খেজুরের গুড় জব্দ করা হয়। সেখানে তিনজনকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
র্যাব-৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিনি, চুন, ফেব্ররিক রং, ফিটকিরি ও সোডাসহ কেমিক্যাল দিয়ে তৈরি ভেজাল ১ হাজার ৮০০ কেজি খেজুরের পাটালি গুড় ও ৯০০ কেজি তরল গুড় উদ্ধার করা হয়। পরে নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ভেজাল গুড় তৈরি ও মজুদ করার দায়ে ছলিমউদ্দিন প্রামানিক (৪৫), আব্দুল মান্নান (৪৫) ও আতিয়ার রহমানকে (৩২) মোট ৬২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় র্যাব জব্দ করা গুড় ও অন্য উপকরণ সবার সামনে ধ্বংস করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।