আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালার কোঝিকোডে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে দুই টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। এ দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন ওই বিমানের যাত্রীরা।
দুবাই ফেরত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৩৪৪ বিমান কোঝিকোড বন্দরে অবতরণের সময় প্রবল বৃষ্টিতে রানওয়েতে পিছলে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই পাইলটসহ ১৭ জন নিহত হয়েছেন।
স্থানীয় টিভি চ্যানেলে ওই বিমানের কয়েকজন যাত্রী জানিয়েছেন, অবতরণের আগে বিমানটি বেশ কয়েকবার উপরে উঠছিল আর নামছিল। আর রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাটি ঘটে গেল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের বাংলা সংস্করণের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে রানওয়েতে অবতরণের সময় পিছলে যায় বিমানটি। দুর্ঘটনাস্থলে ধোঁয়া দেখতে পেয়েছেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের বলা হয়েছে, শুক্রবার রাত সোয়া ৮টার কেরালার কোঝিকোড় বিমানবন্দরে রানওয়েতে ল্যান্ড করার সময় এ দুর্ঘটনা ঘটে। অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে একটি খাদে পড়ে যায় বিমানটি।
ভারতীয় টিভি চ্যানেল এনডিটিডি জানিয়েছে, এদিন দুপুরে দুবাই থেকে বিমান কেরালার উদ্দেশ্যে রওয়ানা করে। কেরালার কোঝিকোড বিমান বন্দরে রানওয়েতে ছিটকে পড়ে। ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরে বিমানটিতে আগুন লাগেনি। উদ্ধার কাজ চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে। উদ্ধার কাজ চলছে।
বিমানটি বন্দে ভারত প্রকল্পের অংশ। এটি করোনাভাইরাস মহামারীর সময়ে বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্দেশে চলাচল করছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটর্যাডার ২৪ অনুসারে, বিমানটি বিমানবন্দরে বেশ কয়েকবার চক্কর কেটেছিল এবং অবতরণের জন্য দু’বার চেষ্টাও করেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।