স্পোর্টস ডেস্ক : বোর্ডের সঙ্গে সংঘাত এবং নিজের ফর্ম খারাপ হওয়ায় হঠাৎ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ হারের পর নেতৃত্ব ছাড়েন দেশটির টেস্ট ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক বিরাট কোহলি। বিদেশের মাটিতে ৩৬টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে তার মধ্যে ১৬টি জিতানো সফল এই ক্রিকেটার এখন ভারতের কোনো ফরম্যাটেই অধিনায়ক নন।
তবে তার নেতৃত্ব ছাড়ার পর থেকেই সৌরভ গাঙ্গুলী-মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলির মাঝে কে সেরা অধিনায়ক- এই বিষয়ে এখন সাবেক ক্রিকেটাররা বিভিন্ন মত দিচ্ছন।
যেমন দিলেন সাবেক অজি ক্যাপ্টেন ইয়ান চ্যাপেল।
এক সাক্ষাতকারে চ্যাপেল বলেছেন, ‘ভারতের সফলতম অধিনায়ক বিরাট কোহলি। যখন সে ধোনির থেকে নেতৃত্ব পেয়েছিল, পরিস্থিতি খুব ভালো ছিল না। সেখান থেকে কোহলির রেকর্ড কিন্তু খারাপ নয়। মনে রাখতে হবে, সৌরভ আর ধোনি কেউই অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জিততে পারেনি। কোহলি সেটা করে দেখিয়েছে। ইংল্যান্ডের মাটিতেও ভারত এগিয়ে আছে। কোহলির যদি কোনো ব্যর্থতা থাকে, সেটা হলো দুইবার গিয়ে একবারও দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিততে না পারা। এছাড়া অধিনায়ক হিসেবে সে পুরোপুরি সফল। ‘
চ্যাপেল আরও বলেছেন, ‘অধিনায়ক হিসেবে ৪০টি টেস্ট জিতেছে কোহলি। তার সামনে বিশ্বের সেরা টেস্ট অধিনায়ক হওয়ার সুযোগ ছিল। কিন্তু হঠাৎ করে লাল বলের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেওয়ায় তা আর সম্ভব হচ্ছে না।’
উল্লেখ্য, অধিনায়ক হিসেবে কোহলির চেয়ে বেশি টেস্ট জিতেছেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ (৫১টি), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৪৮টি) এবং অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ (৪১)। ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয় কোহলির দখলে। ৬৮টি ম্যাচে জয় ৪০টি এবং হার ২৯টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।