স্পোর্টস ডেস্ক : কেউ পুরোনো জনে ভরসা না পেয়ে বিদায় দিয়েছে, কারো চুক্তির মেয়াদ শেষ আবার কেউ বা অনেকদিন ধরেই ভারপ্রাপ্ত কোচ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে – এই হচ্ছে ইংল্যান্ড বিশ্বকাপের পর আটটি টেস্ট খেলুড়ে দেশেরই পরিস্থিতি । তাই তো একসঙ্গে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ফলে এক কথায় সরগরম হয়ে উঠেছে কোচের বাজার।
এদিকে কোচদের এখন যেমন প্রচুর চাহিদা, তেমনি তাঁরাও শক্তিশালী দলগুলোর অভিমুখেই যাত্রা করছেন । এতে শক্তিশালী দলগুলো সন্তুষ্ট থাকলেও চরম বিপাকে পড়ছে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা দলগুলো।
গতমাসে সাবেক কোচ স্টিভ রোডসকে চাকরিচ্যুত করার পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিসিবি । প্রায় একই সময়েই অন্যান্য দলগুলোও তাঁদের বিজ্ঞপ্তি প্রকাশ করে । এদিকে প্রায় এক মাস পর, এখন পর্যন্ত বাংলাদেশের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন মাত্র চারজন । অন্যদিকে প্রতিবেশী দেশ শক্তিশালী ভারতের বোর্ডে জমা পড়েছে প্রায় দুই হাজার দেশি-বিদেশি কোচের আবেদনপত্র ।
হিসাবে, ভারতের কোচ হওয়ার জন্য আগ্রহী প্রার্থীর সংখ্যা অন্যান্য দলগুলোর থেকে অনেক বেশি। যে কারণে একদিকে যেমন হতাশভাবে বসে আছে অন্য দলগুলো, তেমনি ভারতীয় বোর্ড এখন কোচ বাছাইয়ে ব্যস্ত সময় পার করছে। তবে, ভারতীয় দলের নিয়োগ শেষে পর্যাপ্ত পরিমাণ কোচ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী অন্য দলগুলো ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



