কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট, ‘কিং আলী’ কারাগারে

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় মামুন আলী ওরফে কিং আলী নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামুন আলী চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সদস্য। বর্তমানে তিনি কোনও পদে নেই বলে জানিয়েছেন বিএনপির মহানগর সদস্যসচিব নাজিমুর রহমান।

বৃহস্পতিবার কিং আলী এবং তার ভাই লোকমান আলীর বিরুদ্ধে দখলচেষ্টা, মালামাল লুট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে পাহাড়তলি থানায় একটি মামলা করেন এন মোহাম্মদ ট্রেডিংয়ের ব্যবস্থাপক আরিফ মঈনুদ্দীন।

মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালে আতাহার ইশরাক নামে একজনের কাছ থেকে চুক্তিপত্র অনুযায়ী জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করে আসছে এন মোহাম্মদ ট্রেডিং। মূলত তাদের পাথরের ব্যবসা। গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে কিং আলীর ভাই লোকমান আলী তাদের প্রতিষ্ঠানে গিয়ে উচ্ছেদ এবং মালামাল লুটের হুমকি দেয়।

পরদিন বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিএনপি নেতা কিং আলীর নেতৃত্বে কমপক্ষে ২০০ ব্যক্তি দেশি অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে। এরপর গালাগাল এবং একপর্যায়ে মারধর শুরু করে কর্মচারীদের। এতে কয়েকজন আহত হন। মারধরের কারণ জানতে চাইলে আসামিরা প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ক্যামেরা, প্রতিষ্ঠানের বিভিন্ন গাড়ি, পে-লোডার এক্সকাভেটর, ট্রাক, পানির পাম্পসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করে প্রায় দুই কোটি টাকার ক্ষতি করে। এরপর কিং আলী প্রতিষ্ঠানের অফিস কক্ষে ঢুকে নগদ ৩০ লাখ টাকা নিয়ে নেয় এবং প্রতিষ্ঠান চালাতে হলে আরও এক কোটি টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। পরে তারা ১০ থেকে ১৫টি ট্রাক নিয়ে প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শেখ হাসিনাকে ‘আতিথেয়তা’ না-কি ‘আশ্রয়’ দিতে চাইছে ভারত