নিজস্ব প্রতিকেদক, গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়কে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয় সমাজসেবক নাসির উদ্দিন পালোয়ান সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নগরের জরুন এলাকায় শত শত মানুষ সড়ক অবরোধ করেন। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, নিহত নাসির উদ্দিন পালোয়ান স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলছিল। এর জেরে গত ২৭ মে প্রতিপক্ষ ওয়াসিফ সালিম ও তার সহযোগীরা নাসির পালোয়ানের বাড়িতে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র, রড ও হকিস্টিক দিয়ে চালানো ওই হামলায় নাসির পালোয়ানসহ চারজন গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার প্রায় এক মাস পর বুধবার তিনি মৃত্যুবরণ করেন। নিহতের লাশ এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা সড়কে নেমে এসে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ সময় তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের ছেলে শাহ আলম পালোয়ান ১৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কোনাবাড়ি থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলাকাবাসী জানান, নাসির উদ্দিন পালোয়ান এলাকার একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তাঁর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।