জুমবাংলা ডেস্ক: কোনোভাবেই দেশে ডিম আমদানি করা হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। দাম বাড়ায় একটু কষ্ট হলেও ডিম আমদানি করা হবে না বলে জানিয়েছেন মন্ত্রী।
![কৃষিমন্ত্রী](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2022/09/%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-transformed.jpeg?resize=788%2C443&ssl=1)
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, দাম চাহিদার ওপর নির্ভর করে। দাম যা-ই বাড়ুক, দুই-তিন মাস পর তারা ডিম বেচতেই পারবে না।
তিনি বলেন, কোনোভাবেই যেন ডিম আমদানি করা না হয়। আমরা একটু কষ্ট করি তারপরও ডিম আমদানি করব না।
এর আগে ডিমের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, প্রয়োজনে ডিম আমদানি করা হবে। এরপরই ডিমের দাম কমে যায়। বিষয়টি স্পষ্ট যে ডিমের দাম বাড়ার পেছনে কিছু একটা আছে। এ বিষয়ে কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কোনোভাবেই যেন ডিম আমদানি না করা হয়। আমরা একটু কষ্ট করি, তারপরও ডিম আমদানি করব না।
বাণিজ্যমন্ত্রী কয়েকটি নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়ার কথা বলেছিলেন। পরে তিনি জানিয়েছেন যে কৃষি মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে এটি সম্ভব হচ্ছে না। এ বিষয়ে মতামত জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, এ বিষয়ে আমাদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি। অসহযোগিতার কিছু নেই।
তিনি বলেন, নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে বাস্তবায়ন করা কঠিন। মুক্তবাজার অর্থনীতিতে এটি বড় চ্যালেঞ্জ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।