ঈদ উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত (২১ জুলাই, ঈদের দিন ব্যতীত) যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেনসমূহের টিকিট বিক্রি হবে। তবে এসময় বিদ্যমান আসনের অর্ধেক (৫০ শতাংশ) টিকিট ইস্যু করা হবে।
মঙ্গলবার ( ১৩ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পরিচালক ( জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এক্ষেত্রে ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাইয়ের আন্ত:নগর ট্রেনের সকল টিকিট আগামীকাল বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা হতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে।
ঈদে যে ট্রেনগুলো চলাচল করবে
এরআগে, গতকাল সোমবার রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঈদকে সামনে আগামী ১৫ জুলাই থেকে সকল স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ২২ জুলাই পর্যন্ত ট্রেন চলাচল করবে। এক্ষেত্রে টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোন টিকেট বিক্রি হবে না।
কোন তারিখের টিকিট কবে পাওয়া যাবে জানালো বাংলাদেশ রেলওয়ে
এদিকে, বৃহস্পতিবার ( ১৫ জুলাই) থেকে আন্ত:নগর ও মেইল মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন কমলাপুর থেকে চলাচল করবে বলে মঙ্গলবার ( ১৩ জুলাই) বাংলাদেশ রেলওয়ের থেকে নিশ্চিত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।