স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যাওয়া লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা শুরু হবে আগামী বছরের ১১ জুন। আর উদ্বোধনী দিনেই মাঠে নামবে আর্জেন্টিনা।
এ বছরের জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল কোপা আমেরিকা। কিন্তু করোনার কারণে পিছিয়ে দেওয়া হয় এবারের আসরটি।
তবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) নতুন করে সূচি প্রকাশ করেছে লাতিন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল। আর্জেন্টিনা ও কলম্বিয়ার যৌথ আয়োজনে হতে যাওয়া প্রতিযোগিতাটি ১১ জুন শুরু হয়ে ফাইনাল ম্যাচটি হবে ১০ জুলাই।
উদ্বোধনী দিনে আয়োজক আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি। ২০১৫ ও ২০১৬ সালে টানা দুইবার লিওনেল মেসিরা শিরোপা হারিয়েছিল এই চিলির বিপক্ষে।
এদিকে গত আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের মিশন শুরু করবে দুই দিন পর, ১৩ জুন সেলেসাওদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা।
২০২১ সালের কোপা হবে নতুন ফরম্যাটে। এলাকা ভাগ করে দুই জোনে হবে খেলা। সাউথ জোনকে করা হয়েছে ‘এ’ গ্রুপ; যেখানে রয়েছে ছয় দল- আয়োজক আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে ও আমন্ত্রণ পাওয়া অস্ট্রেলিয়া।
নর্থ জোনকে ‘বি’ গ্রুপ করে রাখা হয়েছে আরেক আয়োজক কলম্বিয়া, ব্রাজিল, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু ও আমন্ত্রণ পাওয়া কাতারকে।
প্রসঙ্গত, কোপার শুরুটা আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে, আর ফাইনাল হবে কলম্বিয়ার বারানকিলায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।