বিনোদন ডেস্ক: আজকাল নেপোটিজম বিতর্কে ভরপুর সিনে ইন্ডাস্ট্রি। তবে টলিউডে (Tollywood) এমন কিছু মানুষের খোঁজ মেলে যারা সন্তানের স্বার্থ নয়, বাংলা সিনেমার স্বার্থেও ভাবেন। তাদের মধ্যে একজন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। তার মেয়ে কোয়েল মল্লিক (Koel Mallick)আজ টলিউডের একজন নামী অভিনেত্রী। বাবার মতই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সুপারহিট ছবি তিনি এনে দিয়েছেন বক্স অফিসকে। অথচ শুরুর দিনগুলোতে তার বাবাই তার উপর ভরসা রাখতে পারেননি।
মেয়ে আদেও অভিনয় করতে পারবে তো? যদি ছবি অসফল হয় তাহলে তো মনের উপর চাপ পড়বে! প্রযোজকের আর্থিক ক্ষতি হবে। তাই প্রথম প্রথম বাবা হিসেবে রঞ্জিত মল্লিক চাননি তার মেয়ে টলিউডে পা রাখুক। কিন্তু অভিনয় রয়েছে কোয়েলের রক্তে। তাই বাবা নিমরাজি হলেও মেয়ে তার জেদ বজায় রাখেন। তখনও ভয় পাচ্ছিলেন রঞ্জিত মল্লিক। তাই পরিচালককে স্পষ্ট বলে দেন যদি মনে হয় তাহলে যেন মেয়েকে বাদ দিয়ে নতুন নায়িকা নেওয়া হয়।
পরিচালক হরনাথ চক্রবর্তীকে রঞ্জিত মল্লিক বলেই দিয়েছিলেন, “হর… দু-একদিন শুটিং দেখবি। তারপর বাদ দিয়ে নতুন নায়িকা নিয়ে নিবি।” বাবার কথা জানতে পেরে অবাক হয়েছিলেন কোয়েল। বলেছিলেন, “বাবা! সবাই সবার ছেলেমেয়েকে সাহায্য করে আর তুমি আমায় ছবিতে নিতে বারণ করছো!” তবে বাবার ভয় কাটিয়ে দিয়েছিলেন কোয়েল নিজেই। যে পরিচালকের কাছে ভয় ব্যক্ত করেছিলেন রঞ্জিত মল্লিক তিনিই ২ দিন কোয়েলকে দেখে আশ্বস্ত করে বললেন, “তুমি ভয় পেও না দাদা। আমি দেখে নিয়েছি। ও পারবে।”
মেয়ে আজ অভিনয় জগতে অনেক সুনাম অর্জন করেছে। বাবা হিসেবে আজ মেয়েকে নিয়ে গর্ব হয় বৈকি। তবে সেদিনের কথা মনে করে এবিপি লাইভে সাক্ষাৎকার দিতে গিয়ে রঞ্জিত মল্লিক বলেন, “কোয়েলের ছবি করা নিয়ে আমার কখনও কোনও আপত্তি ছিল না। কেবল ভয় ছিল। মনে হয়েছিল, ছবি সাফল্য না পেলে ওর মনের ওপর চাপ পড়বে। পাশাপাশি বিপুল অঙ্কের টাকার ক্ষতি হবে প্রযোজকেরও। ভয়ে হরনাথ চক্রবর্তীকে বললাম, ‘হর.. দু-একদিন শ্যুটিং দেখবি। তারপর বাদ দিয়ে নতুন নায়িকা নিয়ে নিবি।”
‘জীবনে যাই ঘটুক না কেন, তোমার সামনে আবার ইট থাকবে’, ডিভোর্স নিয়ে সামান্থা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।