মাসখানেক আগে অন্য প্রযুক্তি নির্মাতাদের জন্য কোয়েস্ট অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে মেটা। ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) বা অগমেন্টেড রিয়ালিটি (এআর) ইন্ডাস্ট্রিতে অবস্থান শক্ত করতে এমন পদেক্ষপ নিয়েছিল তারা। এবার কোয়েস্টের সঙ্গে নিজেদের ভার্চুয়াল রিয়ালিটি অ্যাপ স্টোর অ্যাপ ল্যাবকে একীভূত করেছে কোম্পানিটি। খবর টেকটাইমস।
অ্যাপ ল্যাব এমন একটি প্লাটফর্ম, যেখানে ব্যবহারকারীদের ডাউনলোডের জন্য ইন-ডেভেলপড ভিআর গেম ও অ্যাপ্লিকেশন রাখা হয়। ইন্ডাস্ট্রিতে নিজেদের পরিচিত করাতে নতুন সৃজনশীল গেম ও অ্যাপ ডেভেলপারদের সুযোগ করে দেয় প্লাটফর্মটি। কোয়েস্টের সঙ্গে অ্যাপ ল্যাব যুক্ত হওয়ায় এখন থেকে কোয়েস্ট ব্যবহারকারীরা বিপুল পরিমাণ গেম ও অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ পাবে। সেই সঙ্গে প্লাটফর্মটিতে কোনো অ্যাপস খুঁজে পাওয়া আরো সহজ হবে। ফলে অ্যাপস নির্মাতারাও ব্যবহারকারীদের কাছে সহজেই পরিচিত হতে পারবেন।
ভিআর প্রযুক্তি নিয়ে সংবাদ প্রকাশকারী ওয়েবসাইট আপলোডভিআর জানিয়েছে, এর আগে যেসব অ্যাপ্লিকেশন অ্যাপ ল্যাব থেকে সরিয়ে দেয়া হয়েছিল, সেগুলোও এখন প্লাটফর্মটিতে স্থান পাচ্ছে। তবে প্রযুক্তিগত ও গোপনীয়তা-সংক্রান্ত ন্যূনতম শর্তগুলো এখনো যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে মেটা।
যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট কোম্পানিটি এখন এআর গ্লাস (চশমা) নিয়ে কাজ করছে। এটি মেটার অকুলাস রিফট হেডসেটের মতোই যুগান্তকারী হতে যাচ্ছে বলে জানিয়েছে তারা। এছাড়া রে-ব্যান স্মার্ট গ্লাসসহ অন্য ডিভাইসগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তাজুড়ে দেয়ার কাজও চলছে। এর ফলে সেগুলোর কার্যক্ষমতা এবং ব্যবহারকারীদের সন্তুষ্টি বাড়বে। বর্তমানে মেটার তৈরি কোয়েস্ট থ্রি হেডসেট অন্যতম জনপ্রিয় ভিআর হেডসেটগুলোর একটি। সব মিলিয়ে এ ইন্ডাস্ট্রিতে মেটা আগামীতে শীর্ষ অবস্থানে যাচ্ছে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।