জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের জমে উঠেছে কোরবানি পশুর হাট। ইতোমধ্যেই জেলার বিভিন্ন হাটে উঠতে শুরু করেছে দেশি জাতের বিভিন্ন গরুসহ উন্নত জাতের গরু। গতবারের মত এবারও ক্রেতারা ঝুঁকছেন মাঝারি সাইজের দেশী গরুর দিকে। দেশী গরু হিসেবে ক্রেতাদের প্রথম পছন্দ লাল বিরিষ জাতের দেশী গরু। এই গরু বরাবরের মতই চাহিদার তুঙ্গে রয়েছে। তবে অন্যান্য গরুর তুলনায় ব্যবসায়ীরা বেশ চড়া দাম হাঁকাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেতারা।
জানা যায়, দেশি জাতের লাল বিরিষ আকারে কিছুটা ছোট, চর্বিও কম, দেখতে সুন্দর এবং সতেজ হওয়ায় কোরবানির পশু কেনার ক্ষেত্রে চট্টগ্রামের মানুষের প্রথম পছন্দ লাল জাতের এই দেশি গরু।
চট্টগ্রাম এবং আশেপাশের জেলায় বেশি উৎপাদন হলেও, বেশি চাহিদার কারণে এসব গরু লালনপালন হচ্ছে দেশের বিভিন্ন জেলায়ও। কুমিল্লা সাতক্ষীরাসহ কয়েকটি জেলা থেকে দলে দলে এসব গরু আসছে চট্টগ্রামের বাজারে। অস্ট্রেলিয়ান, ইন্ডিয়ানসহ বিভিন্ন দেশের বড় আকারের গরুর সংখ্যাও কম নয়। ২২ মন ওজনের ‘কালু’ নামের একটি গরুর দাম হাঁকা হচ্ছে ২০ লাখ টাকা।
এদিকে, ক্রেতারা হাটে আসতে শুরু করলেও, বেচাকেনা কম, চলছে যাচাই-বাছাই। ক্রেতারা বলছেন, এবার বাজার চড়া। সবাই অতিরিক্ত দাম চাচ্ছেন।
স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে চট্টগ্রাম মহানগরের ১১ ও বাইরের আরও ১৪ উপজেলায় শতাধিক পশুর হাট বসছে। ট্টগ্রামে এবার কোরবানি পশুর চাহিদা প্রায় সাড়ে ৭ লাখ।
সূত্র: আধুনিক কৃষি খামার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।