বিজনেস ডেস্ক : কোরবানি ঈদের আগে ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে। এ কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম ধারাবাহিক উত্থান-পতন বজায় রয়েছে। তবে আমদানি বেড়ে যাওয়ায় গত কয়েকদিন ধরে হিলিসহ সারাদেশে পণ্যটির দাম কমেছে। হিলিতে বর্তমানে কেজিপ্রতি ১৯-২৩ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতি বছর বর্ষার শুরুতে আমদানি কমে আসার কারণে হিলির পাইকারি বাজারে পেঁয়াজের দাম অন্যান্য সময়ের তুলনায় বাড়তি থাকে। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকায় এ সময় দেশীয় আমদানিকারকরা পেঁয়াজ আমদানি কমিয়ে দেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। বর্ষার শুরুতে আমদানি কমানোয় পণ্যটির দাম বাড়তে শুরু করে। তবে আসন্ন কোরবানি ঈদে দেশের বাজারে বাড়তি চাহিদা মাথায় রেখে আমদানিকারকরা বৃষ্টির মধ্যেও ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন। বাড়তি আমদানির কারণে গতকাল পেঁয়াজের দাম কমে এসেছে।
হিলির পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, আসন্ন কোরবানি ঈদের আগে বাড়তি আমদানির কারণে পেঁয়াজের দাম ক্রেতার নাগালে থাকবে বলে আশা করা হচ্ছে। হিলি স্থলবন্দর কার্যালয়ের তথ্য অনুযায়ী, এক সপ্তাহ আগেও এ বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে তা ৪০-৪৫ ট্রাকে উন্নীত হয়েছে। এর প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।