ওমর ফারুক হিমেল : দক্ষিণ কোরিয়া প্রবাসীদের স্বজন কাজী শাহ আলম আর নেই। কাজী শাহ আলম ভাই দক্ষিণ কোরিয়া প্রবাসীদের খুবই প্রিয়মুখ ছিলেন।
নিদারুণ ব্যথা নিয়ে লিখাটি লিখছি! গতকাল জার্মান সময় বিকেল চারটায় ফেসবুক খুলতেই দুমড়ে মুসড়ে গেল হৃদয়। কোরিয়া প্রবাসীদের ফেসবুক ওয়ালে এক স্বজন সুহৃদের মৃত্যু সংবাদ! আমাদের প্রাণপ্রিয় কাজী শাহ আলম ভাই কোরিয়ান সময় গত রাত ৯:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আমার আমাদের কাছের ভাই, কাজী শাহ আলম ভাই। সম্পর্কে তিনি আমাদের আত্মার ভাই। তার জীবনে এক করুণ বিমর্ষ ঘটনা ঘটে গেলো কয়েকবছর আগে। স্বপ্ন ফেরি করা এই ফেরিওয়ালা কোম্পানিতে আকস্মিক শারীরিক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সেই থেকে কোরিয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু আর বেঁচে রইলেন না। কি মর্মান্তিক মৃত্যু, আহারে!
কোরিয়া জীবনে সামাজিক কাজ ফেরি করেছেন অহর্নিশ। দিন রাত প্রবাসীদের সহযোগিতা করেছেন এই দেশপ্রেমিক। এতিম হলো উনার সন্তানরা। স্বামী হারা হলেন স্ত্রী, হায়রে জীবন! আহারে জীবন, কত ছোট, কত অনিশ্চিত। স্বপ্ন শুরুর আগেই যেন স্বপ্নের মৃত্যু। ফুল ফোটার আগে যেন ফুলের সমাধি। মৃত্যু যে কতো সহজ। কতো নিরেট, কতো কাছের। বাকরুদ্ধ হয়ে গেলাম! ভাবছিলাম আমাদের কখন ডাক আসে ঠিক নেই। মালাকুল মাউততো খুব নিকটে। শিরারও খুব স্বনিকটে। শাহ আলম ভাইয়ের চোখেমুখে কতো স্বপ্নের আনাগোনা ছিল, সন্তানদের নিয়ে। আমরা দুইজনেই একসাথে কত আড্ডা দিয়েছি, তখন দেখেছি কত স্বপ্নের তুলি আকঁতেন তিনি।
আমাদের কত মধুর সম্পর্ক ছিল। কত স্বপ্ন আমরা দেখি। পাগল এই মন কত কিছু করতে চায়। উন্নত জীবনের আশায় কত স্বপ্ন বুনি, কত স্বপ্ন আকিঁ। কত সুঁই সুতোর বুনন। এই দুনিয়াতে সুখের জন্য কত পরিশ্রম, কত ত্যাগ! ভাবছিলাম আচ্ছা, যদি আজ আমার সাথেও ঘটে যায় শাহ আলম ভাইয়ের মতো কোন আকস্মিক ঘটনা? যদি কোন দুর্ঘটনায় স্বপ্ন বিলীন হয় আমার? যদি ঘটে যায় কোন দুর্ঘটনা! যদি হয় নিরেট সত্য মৃত্যু আমার? না হওয়ারতো কোন গ্যারান্টি নেই। এই পৃথিবীর কোনটাই তো মানুষের মনের মতো হয় না। মানুষের নিয়মে চলেই না। এই পৃথিবীর মালিকের নির্দেশই, মালিকের নিয়মইতো তো সব হয়।
শাহ আলম ভাইয়ের মৃত্যুতে জীবন নিয়ে অন্তর্দৃষ্টি খুলেছে, মুচড়ে যাচ্ছে ভেতর! মৃত্যু সহজ ও নি:শব্দে আসে! হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ কর। (সূরা ফাজর)। নিশ্চয়ই কখন কেয়ামত হবে তা শুধু আল্লাহই জানেন। তিনি মেঘ থেকে বৃষ্টিবর্ষণ করেন। তিনি জানেন জরায়ুতে কী আছে। অথচ কেউই জানে না আগামীকাল তার জন্যে কী অপেক্ষা করছে এবং কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে। শুধু আল্লাহই সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত।’ (সূরা লোকমান, আয়াত ৩৪)।
সত্যিই এমন আকস্মিক খবরের জন্য প্রস্তুতই ছিলাম না। শাহ আলম আর নেই, শোনার পর অবিশ্বাস্য মনে হয়েছিল। নিজেকে বিশ্বাস করাতে পারছি না, এমন মানবিক, অমায়িক, প্রাণবন্ত, উচ্ছ্বাসপূর্ণ, সতেজ, সজীব সুদর্শন, পরিপাটি একজন মানুষ। কয়েক বছর আগেও সিউলে প্রাণবন্ত আড্ডা দিয়েছি, প্রাণখুলে কথা বলেছে, উচ্চসিত মনে হেসেছে, তিনি সব সময় ভেবেছেন কোরিয়া প্রবাসীদের খুটিনাটি বিষয়ে।
সদাহাসির প্রিয় শাহ আলম ভাইয়ের মৃত্যুসংবাদ যখন লিখছি, প্রাণোচ্ছল, প্রাণখোলা হাসিমুখটাই বারবার ভাসছিল চোখে। আহা! কি পরিপাটি, কি সতেজ, কী কর্মঠ মানুষ ছিলেন। ঝিনুক নীরবে সহে, ঝিনুক নীরবে সহে যায়, হাসিতে মুক্তা ফলায়, এই লেখাটির প্রতিটি বাক্য একেকটি শব্দ আমাকে বিদ্ধ করছিল ভীষণ। হ্রদয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, বছর কয়েক আগেও যার সাথে কথা বলেছি, সেই প্রাণবন্ত মানুষটি নেই। তার মৃত্যু সংবাদও লিখছি আমি। কাজী শাহ আলম ভাই আপনি থাকুন অনন্তকালের সূর্য হয়ে, আকাশের তারা হয়ে। সত্যিই পৃথিবীতে লোকসংখ্যা অনেক কিন্তু মানুষের সংখ্যা খুবই কম, এই মানুষের তালিকায় প্রথম কাতারের কিংবদন্তি মানুষ আপনি। স্টিভ জবস বলেছিলেন স্রষ্টার অসাধারণ উদ্ভাবন হচ্ছে মৃত্যু। রবীন্দ্রনাথের ভাষায় বলি, সত্য যে কঠিন কঠিনেরে ভালবাসিলাম।
লেখক : সাংবাদিক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।