Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home কোরিয়ায় করোনা : উত্তরে লুকোচুরি, দক্ষিণে ধর্মঘটে ডাক্তার
    Coronavirus (করোনাভাইরাস) আন্তর্জাতিক

    কোরিয়ায় করোনা : উত্তরে লুকোচুরি, দক্ষিণে ধর্মঘটে ডাক্তার

    জুমবাংলা নিউজ ডেস্কAugust 28, 20203 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক: আশেপাশের সব দেশই করোনা সংক্রমণে বিধ্বস্ত৷ কিন্তু উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলছেন তার দেশে কোনো সংক্রমণই নেই৷ অন্যদিকে উপদ্বীপের দক্ষিণে ধর্মঘটে থাকা ডাক্তারদের কাজে না ফিরলে জেলে পাঠানোর হুমকি দিয়েছে সরকার৷ খবর ডয়চে ভেলে’র।

    Advertisement

    উত্তরে সংক্রমণ নেই, আসলেই কী তাই?

    কিম জং উন বলছেন তার দেশে করোনার কোনো রোগী নেই৷ কিন্তু দেশটিতে এমনিতেই তথ্যের অবাধ প্রবাহ নেই৷ ফলে আসলেই দেশটিতে চিকিৎসা ব্যবস্থার কী অবস্থা জানতে উত্তর কোরিয়া থেকে ২০১২ সালে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসা এক ডাক্তারের সঙ্গে কথা বলেছে ডয়চে ভেলে৷

    ড. চোই জুং হুন যখন রোগীদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন, তখন তাকে নিজের সুরক্ষা উপকরণ নিজেরই জোগাড় করতে হয়েছে৷ তিনি বলেন, ‘‘আমাকে নিজের জন্য সার্জিক্যাল মাস্ক এবং গ্লাভস কিনতে বলা হয়েছিল৷’’ দক্ষিণে পালিয়ে আসার আগে উত্তরের চোংজিন শহরে দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে কাজ করতেন তিনি৷ সে সময় সার্স করোনা ভাইরাসও মহামারি আকার ধারণ করতে যাচ্ছিলো৷ কিন্তু একটি থার্মোমিটার ছাড়া রোগ নির্ণয়ের আর কোনো প্রযুক্তিই ছিল না চোইয়ের হাতে৷

    এখন ড. চোই দক্ষিণ কোরিয়ার সেজোং ইউনিভার্সিটিতে গবেষক হিসেবে কাজ করেন৷ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটিতে কোনো সংক্রমণ নেই বলে যে সংবাদ প্রচার করছে তা কেবলই প্রপাগান্ডা বলে মনে করেন তিনি৷ জানুয়ারির শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার সঙ্গে চীনের ১৪শ কিলোমিটার দীর্ঘ সীমান্ত খোলা ছিল৷ সেসময়ই দেশটিতে ভাইরাস প্রবেশ করেছে বলে মনে করেন চোই৷ উত্তর কোরিয়াকে বিভিন্ন ভাইরাসের জাদুঘর বলে উল্লেখ করে ড. চোই বলেন, ‘‘দেশটির চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল৷ কিন্তু তারা বিশ্বের সামনে সেটা প্রকাশ হতে দিতে চায় না৷ একই সঙ্গে দেশের মানুষের কাছেও ‘সব ঠিক চলছে’ এমন একটি বার্তা দিতে চায় সরকার৷

    সরকার কী বলছে?

    দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম নিয়মিতই মহামারির সংবাদ প্রচার করছে৷ প্রতিদিনই দেশের সরকার করোনা ঠেকাতে কী কী ব্য়বস্থা নিয়েছে তা বেশ বড় আকারে প্রচার করা হচ্ছে৷ কিন্তু এসব সংবাদ মাধ্যমে কখনও উত্তর কোরিয়ায় সংক্রমণ বিষয়ে কোনো তথ্য দেয়া হয় না৷ জুলাইয়ের শেষের দিকে উত্তর কোরিয়া প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র করোনা সংক্রমণের তথ্য দেয়৷ সেই ব্যক্তিও দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু ‘অনুতপ্ত হয়ে নিজ দেশে ফেরত এসেছেন’ বলে দাবি করে দেশটির কর্তৃপক্ষ৷ এরপর থেকে আর কোনো সংক্রমণের তথ্য দেয়নি দেশটি৷ এমনকি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংক্রমণের তালিকাতেও নেই উত্তর কোরিয়ার নাম৷

    তবে সিউলভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে ভিন্ন তথ্য দিচ্ছে৷ নিরাপত্তার খাতিরে সূত্রের নাম গোপন রেখে প্রকাশ করা তথ্যে বলা হচ্ছে দেশটিতে অনেককেই কোয়ারান্টিনে রাখা হয়েছে এবং এদের মধ্য়ে পাঁচ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন৷ তবে এই তথ্যের সত্যতাও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি৷

    দক্ষিণে মুখোমুখি ডাক্তার-সরকার

    করোনা সংক্রমণ যখন আবার হঠাৎ করে বাড়তে শুরু করেছে, তখনই মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়ার ডাক্তারদের সংগঠন এবং সরকার৷ চিকিৎসায় জনবল বাড়াতে বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার৷ কিন্তু ডাক্তাররা মনে করছেন, এর ফলে আদতে চিকিৎসাসেবায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে৷

    সরকারের এমন সিদ্ধান্তকে ‘উদ্দেশ্যমূলক’ উল্লেখ করে ডাক্তাররা বলছেন, এরই মধ্য়ে এই খাতে প্রতিযোগিতা অনেক বেশি৷ আরো বেশি শিক্ষার্থীদের নিয়োগ দিয়ে বরং চিকিৎসা খাতকে হুমকির মুখে ফেলে দেয়া হবে৷ ফলে তারা এই সিদ্ধান্তের প্রতিবাদ করে ধর্মঘটের ডাক দিয়েছেন৷ তাদের দাবি বাড়তি শিক্ষার্থীকে চিকিৎসা না দিয়ে বরং যারা এরই মধ্যে ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদের বেতন ও অন্যান্য সুবিধা বাড়ানো উচিত৷

    ডাক্তারদের ধর্মঘটের কারণে বড় বড় অনেক হাসপাতালে সেবা দেয়ার সময় কমিয়ে দিতে হয়েছে৷ অনেকের অস্ত্রপচারও বাতিল করতে হয়েছে৷ তবে এর মধ্য়েই দক্ষিণ কোরীয়ায় গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে৷ ২৪ ঘণ্টায় ৩২০ জন শণাক্ত হওয়ায় মহামারি বেড়ে চলার আভাস পাওয়া যাচ্ছে৷

    এমন অবস্থায় ডাক্তারদের ধর্মঘট চলতে থাকলে চিকিৎসাসেবায় আরো অবনতি হওয়ার আশঙ্কার কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়ে দেশটির সরকার৷ দেশটির স্বাস্থ্যমন্ত্রী পার্ক নেউং-হু কাজে না ফিরলে ডাক্তারদের ‘কারাগারে পাঠানোর’ হুমকি দিয়েছেন৷ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘জনগণের জীবন ও নিরাপত্তা যাতে হুমকিতে না পরে, স লক্ষ্যে সরকারের সামনে আইনি পদক্ষেপ নেয়া ছাড়া আর কোনো উপায় থাকছে না৷ আমরা সকল প্রশিক্ষণার্থী এবং চিকিৎসককে অবিলম্বে কাজে ফেরার আহ্বান জানাই৷’’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    rhino

    তরুণের গান শুনে জঙ্গল থেকে বেরিয়ে এল দুটি গন্ডার!

    July 3, 2025
    ডলারের দরপতনে রেকর্ড

    ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে খারাপ অবস্থা

    July 2, 2025
    Boddo

    উত্তরসূরি নিয়ে দালাই লামার শপথ

    July 2, 2025
    সর্বশেষ খবর
    চোরাই স্বর্ণ

    চোরাই স্বর্ণের গহনা পড়ে টিকটকে স্ত্রীর অভিনয়ের সূত্র ধরে স্বামী গ্রেপ্তার

    অনলাইনে নিরাপদ কেনাকাটা

    অনলাইনে নিরাপদ কেনাকাটা: আপনার গাইড

    অর্থ উপদেষ্টা

    দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত দুর্বলতা কাটাতে সংস্কার চলছে: অর্থ উপদেষ্টা

    ভ্রমণের টিপস

    লঞ্চে ভ্রমণের আগে করণীয়: নিরাপদ যাত্রার টিপস!

    পিরিয়ড চলাকালে স্বাস্থ্য সচেতনতা

    পিরিয়ড চলাকালে স্বাস্থ্য সচেতনতা নিয়ে ৭টি টিপস

    ফেসবুক নিরাপত্তা

    ফেসবুক নিরাপত্তা বাড়ানোর উপায়: আপনার গোপনীয়তা রক্ষা করুন

    আসিফ

    বাংলাদেশিদের বিদেশে শ্রমবাজার বন্ধের যে কারণ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল

    ভালো বক্তা

    ভালো বক্তা হবার গাইডলাইন: সাফল্যের পথে হাঁটুন

    হজ্ব, প্রস্তুতি

    হজ্বে যাওয়ার প্রস্তুতি: প্রয়োজনীয় গাইড

    নখ ভাঙ্গা

    নখ ভাঙ্গা রোধে ঘরোয়া উপায়: সহজ টিপস!

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.