কোহলিকে ছাড়িয়ে যাওয়ার পথে শান্ত

কোহলি-শান্ত

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি জাতীয় দলে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ইতোমধ্যে ৭৫টি সেঞ্চুরি করে কিংবদন্তি শচিনকে চাড়িয়ে যাওয়ার পথে ভারতের সাবেক অধিনায়ক কোহলি।

বিশ্বসেরা ক্রিকেটার কোহলির ঘাড়ে নি:শ্বাস ফেলছেন বাংলাদেশ দলের তরুণ তারকা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৪৪ রান করে শান্ত সিরিজ সেরার পুরস্কার জিতে নেন।

আইসিসির সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ৬৮ ধাপ উন্নতি হয়েছে শান্তর। ৫৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ১৬তম স্থানে আছেন তিনি। ৬১২ পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে আছেন বিরাট কোহলি।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে রয়েছেন শান্তই। ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আছেন লিটন দাস।

বাতিলের খাতা থেকে যেভাবে তারকা হয়ে উঠলেন শান্ত