স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলিকে তিনি সম্মান করেন কিন্তু তার বিপক্ষে বল করতে ভয় পান না। এমনকি ভারতীয় অধিনায়কের বিপক্ষে বল করার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে আছেন বলে পাকিস্তানের একটি অনলাইন ভিত্তিক গণমাধ্যমে এমনটিই জানিয়েছেন, পাকিস্তানি পেসার নাসিম শাহ।
১৭ বছর বয়সী এ তরুণ পেসার তার সতীর্থদের জানিয়ে এও বলেন, ভারত-পাকিস্তান লড়াই সব সময়ই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়। চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে তিনি ম্যাচ জয়ের নায়ক অথবা খলনায়ক হতে পারেন। যার কারণে ১৭ বছর বয়সী এই পেসার কোহলিকে বল করতে ভয় পাবেন না।
নাসিম বলেন, আমি আশা করি, সুযোগটি এলে আমি ভারতের বিপক্ষে ভালো বোলিং করতে পারব এবং আমাদের সমর্থকদের হতাশ হতে দেবো না। বিরাট কোহলির উদ্দেশ্যে বলছি, আমি তাকে শ্রদ্ধা করি, তবে তাকে বোলিং করতে ভয় করি না। সেরা ব্যাটসম্যানের বিপক্ষে বল করাটা সব সময়ই চ্যালেঞ্জিং। আমি ভারত এবং কোহলির বিপক্ষে বল করতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ স্পেশাল হয়ে থাকে এবং আমার সতীর্থদের বলেছি, আমি সেই ম্যাচের নায়ক অথবা খলনায়ক হতে পারি। তবে এমন ম্যাচ এখন খুব কমই দেখা যায়। তাই আসলে আমি ভারতের বিপক্ষে বোলিং করতে মুখিয়ে আছি।
প্রসঙ্গত, ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১৬ বছর বয়সে টেস্ট অভিষেক হয় নাসিম শাহর। করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন এই তরুণ পেসার।
এছাড়া চলতি বছর রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করে নাসিম টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয় কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ডটি নিজের করে নেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।