স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল৷ বিরাট কোহলিদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়ারা৷ তবে করোনা আতঙ্কে ভারত সফর চলাকালীন কোনও হ্যান্ডশেক করবেন না দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা৷
সোমবারই ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪০৷ আর এদিন প্রোটিয়াদের কোচ তথা প্রাক্তন দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার ব্যাটসম্যান মার্ক বাউচার পরিষ্কার জানিয়ে দেন, ভারত সফরে তার দলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করা থেকে বিরত থাকবেন৷ অথচ বাইশ গজে লড়াইয়ের আগে ম্যাচে টস শুরুর আগে দুই অধিনায়কের হ্যান্ডশেক এবং ম্যাচের পর দুই দলের ক্রিকেটারদের মধ্যে হ্যান্ডশেক করার রীতি রয়েছে৷ কিন্তু করোনা ভাইরাস আতঙ্কের কারণে হ্যান্ডশেক না-করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত সফররত প্রোটিয়া ক্রিকেটাররা৷
ভারতের বিমান ধরার আগে জোহানেসবার্গে সাংবাদিক বৈঠকে প্রোটিয়া কোচ বাউচার বলেন, ‘ছেলেদের মধ্যে আতঙ্ক কাজ করছে৷ সুতরাং ভারত সফরে আমরা চেষ্টা করব হ্যান্ডশেক না-করার৷ এ ব্যাপারে ছেলেদের মতামতকে গুরুত্ব দিতে হবে৷ আমাদের সঙ্গে সিকিউরিট স্টাফ থাকবে৷ আশাকরি স্বাস্থ্যের কথা মাথায় রেখে ওরাও এটা মাথা রাখবে৷ ওরা যদি ভাবে এতে আমাদের ক্ষতি হতে পারে তাহলে আমাদের তা না-করাই ভালো৷’
তবে ভিন্ন মত অস্ট্রেলিয়া দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারের৷ সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে ল্যাঙ্গার জানান, আসন্ন নিউজিল্যান্ড সফরে অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্রথামত হ্যান্ডশেক করবেন৷ মাঠ ও ড্রেসিংরুমে দলের ইনট্যারাকশন পরিবর্তন করার কোনও পরিকল্পনা নেই৷ ল্যাঙ্গার বলেন, ‘আমরা হ্যান্ডশেক করে যাব৷ কারণ অস্ট্রেলিয়া দলের কিটের সঙ্গে প্রচুর স্যানিটাইজার রয়েছে৷’ শুক্রবার থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে শুক্রবার৷
সম্প্রতি বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্কের পর ইংল্যান্ড অধিনায়ক জো রুট গত সপ্তাহে জানিয়েছিলেন, শ্রীলঙ্কা সফরে হ্যান্ডশেক করা থেকে বিরত থাকবেন ইংল্যান্ড ক্রিকেটাররা৷ ১৯ মার্চ থেকে শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্টের সিরিজের প্রথম ম্যাচ গলে৷ দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু ২৭ মার্চ থেকে কলম্বোয়৷
ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা৷ সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার ধরমশালায়৷ দিল্লিতে নেমে প্রথম ম্যাচ খেলতে ধরমশালার উদ্যেশে রওনা হয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল৷ সিরিজের পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে লখনৌ ও কলকাতায়৷ প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের জন্য শনিবার দল বেছে নিয়েছে বিসিসিআই-এর নতুন নির্বাচক কমিটি৷ এমএসকে প্রসাদের উত্তরসূরি হিসেবে সুনীল জোশি প্রথমবার ভারতীয় দল বেছে নেন৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ওয়ান ডে সিরিজে চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ান ও ভুবনেশ্বর কুমার৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।