স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির শততম টেস্টের ম্যাচে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আগামী ৪ মার্চ মোহালিতে শুরু ঘরতে যাওয়া ভারত- শ্রীলংকার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি হতে যাচ্ছে কোহলির শততম টেস্ট। কোহলির মাইলফলক স্পর্শ করা ম্যাচটিতে ধারন ক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ করতে পারবেন।
করোনার কারণে প্রতমে ম্যাচটি দর্শকশুন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে বিসিসিআইর এমন সিদ্বান্তে ভারত জুড়ে সমালোচনার ঝড় ওঠে। সাবেক ক্রিকেটাররাও বিসিসিআইর সমালোচনা করেন। কারন করোনা প্রকোপের মধ্যে মোহালিতে অনুমতি না থাকলে সিরিজের দ্বিতীয় টেস্ট ব্যাঙ্গালুরুতে দর্শক প্রবেশের অনুমতি থাকছে। তবে মোহালিতে নয় কেন!
অবশেষে টনক নড়ে বিসিসিআইর। বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী, মোহালি টেস্টে দর্শক প্রবেশের অনুমতি দেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবরে গাঙ্গুলী জানিয়েছেন, কোহলির শততম টেস্টে দর্শক প্রবেশে বিধিনিষেধ নেই। রাজ্য ক্রীড়াসংস্থাকে সরকারি নির্দেশিকা মেনে মাঠে দর্শক প্রবেশের সংখ্যা ঠিক করার নির্দেশ দিয়েছে বিসিসিআই।
বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘মোহালিতে ভারত-শ্রীলংকা সিরিজের প্রথম টেস্ট রুদ্ধার স্টেডিয়ামে হবে না। মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ক্রিকেট সংস্থা (পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন, পিসিএ)। ৫০ শতাংশ দর্শক থাকবে। আমি পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা নিশ্চিত করেছেন, কোহলির শততম টেস্ট খেলার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।’
২০১১ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর এখন পর্যন্ত ৯৯টি টেস্ট খেলেছেন কোহলি। ১২তম ভারতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে শততম ম্যাচ খেলতে নামবেন কোহলি। ভারত তথা এবং বিশে^ সবেচেয়ে বেশি ২শটি টেস্ট খেলার বিশ^রেকর্ড শচীন টেন্ডুলকারের। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।