গ্রুপপর্ব থেকে শীর্ষস্থান দখল করেই নকআউট পর্বে এসেছিলেন কোহলিরা। সেমিতে এসে বড় ধাক্কা খেল ভারতীয় দল। কিউই বোলিং তোপে ১৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ২০১১ সালের চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘আমরা বুঝেছিলাম, মাঠে আমাদের কী করা প্রয়োজন। কিন্তু নিউজিল্যান্ডের বোলারদের সামনে আমরা ব্যর্থ হয়েছি। এই কৃতিত্ব তাদের বোলারদের, তারা অবস্থাকে কাজে লাগিয়ে দুর্দান্ত বোলিং করেছে।’
এ ছাড়া দলের হয়ে লড়াই করা দুই খেলোয়াড় ধোনি-জাদেজার প্রশংসা করে কোহলি। বলেন, জাদেজা গত কয়েকটি ম্যাচ অসাধারণ খেলেছে। ধোনি তার সঙ্গে অনেক গুরত্বপূর্ণ জুটি গড়েছে। কিন্তু ধোনির রান আউটে সব শেষ হয়ে যায়।’
কিন্তু তার পরও কোহলিতে দাঁড়াতে হয়েছে ভালো অধিনায়কের মারদণ্ডে। আর তাকে সেখানে দাঁড় করিয়েছেন তারই সাবেক সতীর্থ গৌতম গম্ভীর। ভারতের এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘ধোনি ও রোহিত আছেন বলেই চালিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। ’
গ্রুপ পর্বে শুধুমাত্র স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল ভারত। শীর্ষস্থান পেয়ে সেমিতে খেলার সুযোগ অর্জন করে দল। কিন্তু তারপরও বিরাটকে ভালো অধিনায়ক মনে করতে চাচ্ছেন না গম্ভীর।
তিনি বলেন, ‘কোহলি ভালো অধিনায়ক হলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে (আরসিবি) চ্যাম্পিয়ন করে ফেলতেন। বেশিরভাগ সময়েই তার দল থাকে আট নম্বরে।’
গম্ভীর আরও বলেন, ‘ভারতীয় দলে বিরাটের সঙ্গে থাকেন এমএস ধোনি। কিন্তু আইপিএলে ধোনিকে পান না বিরাট। তখনই ফারাকটা বোঝা যায়। আরসিবি ও ভারতের হয়ে খেলার সময় বিরাটের অধিনায়কত্বের আকাশ-পাতাল ফারাক। ভারতের অধিনায়কত্ব করার সময় বিরাটকে পরামর্শ দেন রোহিত ও ধোনি। কিন্তু আরসিবিতে সেই সুযোগ নেই। এটাই আসল কারণ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।