জুমবাংলা ডেস্ক : চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পর ১৪ দিন কোয়ারেন্টাইন কাটিয়ে চিকিৎসা শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার অনলাইনে আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা শারীরিক অবস্থার কথা জানতে চাইলে এ কথা জানান অর্থমন্ত্রী।
শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, আমি এখন সিঙ্গাপুরে আছি। সিঙ্গাপুরে আছি আমি ১৭ দিনের বেশি হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিলাম ডাক্তার দেখাতে পারিনি। ইনফ্যাক্ট গত কয়েক দিন ধরে ডাক্তার দেখাচ্ছি।
কবে নাগাদ দেশে আসছেন জানতে চাইলে তিনি বলেন, আমার যে উদ্দেশ্যে আসা তা হলেই আসব। আগে ডাক্তারগুলো দেখাই বার বার তো আসা যাবে না, এখন তো নানা বিধি-নিষেধ। যে কষ্টে কোয়ারেন্টাইন পার করেছি এটা বলা যাবে না, এত কষ্ট! আপনারা আমার জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত, ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রী ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ গ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



