স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসকে পেছনে ফেলে আগামী জুলাইয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রাণঘাতি এই ভাইরাস থেকে বাঁচতে ইংল্যান্ডে পা দিয়েই কোয়ারেন্টাইনে যেতে হয়েছে ক্যারিবীয় ক্রিকেটারদের। ১৪ দিনের সেই অন্তরালে থাকা শেষে মঙ্গলবার (২৩ জুন) অনুশীলনে নেমে পড়েছেন জেসন হোল্ডারের দল।
করোনার কারণে গেল মার্চ থেকে বন্ধ আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দিয়ে ফের মাঠে গড়াবে আন্তর্জাতিক ক্রিকেট। ৮ জুলাই সাউদাম্পটনে শুরু হবে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট।
এই লড়াইয়ের আগে ১৪ সদস্যের উইন্ডিজ দলকে ইংল্যান্ডে উড়িয়ে আনা হয় চার্টার্ড ফ্লাইটে। তারপর ১৪ দিনের কোয়ারেন্টাইন। টিম ম্যানেজমেন্টও ছিলেন হোটেল বন্দী। তবে মঙ্গলবার (২৩ জুন) কোয়ারেন্টাইন শেষ হতেই আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছেন ক্যারিবীয় ক্রিকেটাররা।
এদিকে ইংল্যান্ডের ক্রিকেটাররা এখনও অনুশীলনে নামতে পারেননি। শুরুতে তাদের করোনা টেস্ট হবে। তারপর আইসোলেশনে যাবেন। এরপরই মাঠের লড়াই।
প্রসঙ্গত, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এই সিরিজের নাম দিয়েছে ‘রেইজ দ্য ব্যাট’। করোনাভাইরাসের এ সময়ে ফ্রন্টলাইনে থাকা স্বাস্থ্য কর্মী, শিক্ষক, চিকিৎসক, নার্স, আর সেচ্ছাসেবকদের সম্মান জানাতেই এমন নাম। এছাড়া ইংল্যান্ডের ক্রিকেটাররা অনুশীলনের জার্সিতে করোনা যোদ্ধাদের নাম লিখে নামবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।