Coronavirus (করোনাভাইরাস) বিনোদন

কৌতুক অভিনেতা কাইস্যা (কেন শিমুরা) করোনায় আক্রান্ত

কাইস্যা (কেন শিমুরা) করোনায় আক্রান্ত “কাইস্যা” সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তুমুল জনপ্রিয় নাম। লক্ষ লক্ষ মানুষ ফেসবুক কিংবা ইউটিউবে বাংলায় ডাবিং করা তার কৌতুকের ভিডিওগুলা দেখে হাসতে হাসতে মানুষের পেটে খিল ধরায়।
আসলে তিনি জাপানের খুবই জনপ্রিয় প্রবীণ কৌতুক অভিনেতা “কেন শিমুরা”। তিনি করোনায় আক্রান্ত।
বুধবার তাঁর সংস্থা জানিয়েছে, প্রথম জাপানি বিনোদন ব্যক্তিত্ব হিসাবে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

৭০ বছর বয়সী শিমুরা টিভি শোতে “বাকা টোনোসামা” (বোকা প্রভু) এবং “হেনা ওজিসান” (অদ্ভুত চাচা) এর মতো জনপ্রিয় চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত। তার এই বছরের এপ্রিল মাসে “দ্যা নেইম এবাভ দ্যা টাইটেল” উপন্যাস অবলম্বনে একটি সিনেমাতে কাজ শুরু করার কথা ছিল।

জাপানের বাইরে টম হ্যাঙ্কস, ইদ্রিস এলবা ও ওলগা কুরেলেনকো সহ খ্যাতিমান ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছেন।

শিমুরা জ্বর এবং গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পরে গত ২০ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার তার করোনা পজিটিভ ধরা পড়েছে।

১৭ মার্চ তার প্রথম লক্ষণ দেখার পর তার এজেন্সি শিমুরার সাথে ঘনিষ্ঠজনদের চিহ্নিত করেছে। ২০ মার্চ, তিনি একজন ডাক্তারকে দেখিয়েছিলেন।

তিনি কীভাবে করোনাভাইরাসে সংক্রামিত হয়েছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আরও পড়ুন

নতুন পরীক্ষিতদের ১০ শতাংশের বেশি করোনায় আক্রান্ত

Shamim Reza

করোনা থেকে রক্ষা পেতে যে নিয়মকানুন মানতে হবে

Shamim Reza

২৬ দিন পর অফিসে জাস্টিন ট্রুডো

Sabina Sami

৫০ কোটি মানুষকে দারিদ্র্যে ডোবাতে পারে করোনাভাইরাস : অক্সফাম

Sabina Sami

বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার করোনায় আক্রান্ত

mdhmajor

গেল ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে এক চিকিৎসকসহ ১১ বাংলাদেশির মৃত্যু

Sabina Sami