বিনোদন ডেস্ক : চারিদিকে হইহই রইরই রব। জয়পুর বিমানবন্দরে একে একে সেলেব্রিটিরা নামছেন। গন্তব্য রণথোম্বরের যোধপুরের সাওয়াই মধুপুরে Six Senses Fort Barwara। কারণ সেখানেই বসতে চলেছে বলিউডের এবছরের সব থেকে হাইপ্রোফাইল বিয়ের আসর। এবার ক্যাটরিনার প্রেম নিয়ে প্রশ্ন তুললেন বঙ্গে বসে থাকা আরেক অভিনেতা মীর আফসর আলি।
মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে ভিকি-ক্যাটের বিয়ের অনুষ্ঠান। ৭ ডিসেম্বর রয়েছে সংগীতের অনুষ্ঠান। এই দিন সকালে ফেসবুকে ভিক্যাটের ভালবাসা নিয়ে প্রশ্ন তুলেছেন মীর। নিজের ওয়ালে তিনি লেখেন, ‘ক্যাটরিনা কি সত্যিই ওকে ভালোবাসে? নাকি এটা ভিকির কোনও কৌশল?’ গালে হাত দিয়ে চিন্তিত হওয়ার ইমোজিও ব্যবহার করেন মীর।
হঠাৎ এমন মন্তব্য কেন করলেন মীর। আসলে বলিউডের এই নায়িকার প্রতি মীরের দুর্বলতার কথা সকলের জানা। ওয়ার্ল্ড হার্ট ডে-তে ক্যাটরিনার সঙ্গে একটি থ্রোব্যাক ছবিও দেন মীর। ইনস্টাগ্রামে লেখেন, ‘বাড়িয়ে দাও তোমার Heart, আমি তোমার পাশেই হাঁটতে চাই।‘মীর এই পোস্টের ব্যাখ্যা দিয়ে সেই সময় লেখেন, তিনি ক্যাটরিনাকে বোঝানোর চেষ্টা করছিলেন বাঁ দিকের হৃদয়ের যা কিছু অনুভূতি ছিল তা এখন ডানদিকে চলে এসেছে। আসলে মঙ্গলবার সকালে পোস্টটাও মীর করেছিলেন মজার ছলেই।
মঙ্গলবার সকাল থেকে একে একে অতিথিরা আসতে শুরু করেছে Vickat-এর বিয়েতে। গায়ক গুরদাস সিং মান, শঙ্কর মহাদেবন, রাধিকা মদন, শর্বরী বাগ, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী, কবীর খান, মিনি মাথুরের মতো সেলেবদের দেখা মিলেছে বিমানবন্দরে। শোনা যাচ্ছে বিকেলের আগেই নাকি জয়পুর পৌঁছে যাবেন Katrina Kaif-এর BFF আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, হৃত্বিক রোশন।
৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিয়ের একাধিক অনুষ্ঠান চলবে। মঙ্গলবার ৭ ডিসেম্বর হচ্ছে সঙ্গীত। ৮ তারিখে মেহেন্দি ও ৯ তারিখে বসবে বিয়ের আসর। শোনা যাচ্ছে সঙ্গীতের অনুষ্ঠানে ‘কালা চশমা’ গানে নাচতে দেখা যাবে ভিকি-ক্যাটরিনাকে।জয়পুর থেকে প্রায় ১০০ জন বাউন্সারকে নিরাপত্তা ব্যবস্থার খেয়াল রাখতে নিয়োগ করা হয়েছে। ক্যাটরিনার বিয়েতে নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে তা নিশ্চিত করতে ব্যক্তিগত বডি গার্ড, বহু দিনের বিশ্বস্ত সঙ্গী Shera-কে রাজস্থানে পাঠাচ্ছেন সলমান খান। শুধু কী তাই সাত ঘোড়ার গাড়িতে চেপে আসবেন ভিকি। হিন্দু ও খ্রীষ্টান মতে বিয়ে হবে ভিকি-ক্যাটের।
রাতে চুপিচুপি প্রেমিক ক্যাটরিনার সাথে দেখা করতে এসে ধরা খেলেন ভিকি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।