জুমবাংলা ডেস্ক : ক্যাডার ও নন–ক্যাডার মিলে ২০ হাজার নতুন নিয়োগ আসছে। আজ রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলোর আজকের অনলাইন সংস্করণে এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে।
ওই কর্মকর্তার বরাত দিয়ে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ২০ হাজার নতুন নিয়োগ আসছে। এখানে সব কটিই কর্মকর্তা পদ। বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে, নাকি বিশেষ বিসিএস হবে, তা দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে কথা বলবেন।
নিয়োগের ব্যাপারে তিনিই বিস্তারিত সবকিছু জানাবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা দৈনিকটিকে জানান।
ঢাকা থেকে ট্রেনে মাত্র ৩ ঘণ্টায় যাওয়া যাবে খুলনায়, ১ ডিসেম্বর উদ্বোধন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।