আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক অস্থিরতায় মার্কিন সংসদ ভবন ‘ক্যাপিটল হিল’ এ গত ৬ জানুয়ারি নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন মারা যান। এ ঘটনাকে মার্কিন ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, হামলার সময় এক ব্যক্তি কনফেডারেট পতাকা নিয়ে ক্যাপিটলের ভেতরে ঢুকে পড়ে এবং ভবনের কাচের জানালায় ঘুষি মারতে থাকে।
সেটি ছিল আমেরিকার গৃহযুদ্ধের সময় প্রদর্শিত পতাকা, যা কনফেডারেট ব্যাটল ফ্ল্যাগ নামে পরিচিত। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে ছেলেসহ কেভিন সিফ্রাইড নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন বিচার বিভাগ।