একসময় মোবাইল ফোন শুধু যোগাযোগের কাজেই ব্যবহার করা হলেও সময়ের বিবর্তনে মোবাইল ফোনের কাজের পরিধি এখন অনেক বিস্তৃত।
এখন হাতের কাছে থাকা স্মার্টফোন দিয়েই অনেক প্রয়োজনীয় কাজই সেরে নেয়া যায়। যেমনঃ স্মার্টফোন ব্যবহার করে ছবি তোলা।
প্রতিবছর স্মার্টফোনগুলো যেমন শক্তিশালী হচ্ছে তেমনি এতে যুক্ত হচ্ছে উন্নত থেকে উন্নতর ক্যামেরা প্রযুক্তি। এখন সাধারণ স্মার্টফোনগুলোতেও একের অধিক ক্যামেরা দেখতে পাওয়া যায়।
আজকের আর্টিকেলে বর্তমান সময়ের কম বাজেটের মধ্যে সেরা ক্যামেরার ৫ ফোন নিয়ে আলোচনা করা হলো। তো আর কথা না বাড়িয়ে একনজরে দেখে নেয়া যাক সেরা ক্যামেরা ফোন তালিকায় কোন কোন স্মার্টফোন রয়েছে?
ভিভো ওয়াই১ এস
বাংলাদেশে নতুন আরও একটি সাশ্রয়ী মূল্যের ফোন নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ওয়াই ১ এস নামের এ স্মার্টফোনটিতে রয়েছে বড় ডিসপ্লেসহ চমৎকার মানের কনফিগারেশন।
ভিভো ওয়াই ১ এস নামের স্মার্টফোনটিতে রয়েছে ৬.২২ ইঞ্চির হালো ফুলভিউ ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৫২০ ও ৭২০ (এইচডি+) । ফোনটির স্ক্রিন টু বডি অনুপাত ৮৮.৬ শতাংশ। ফলে ভিডিও দেখা এবং গেম খেলার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। ¯স্লিম বডির এ ফোনটির ওজন মাত্র ১৬১ গ্রাম এবং থিকনেস ৮.২৮ মিলিমিটার। ফলে থ্রিডি কার্ভড বডির এই ফোনটি সহজেই মুষ্ঠিবদ্ধ করা যাবে।
স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট ফিচারসহ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪০৩০ এমএএইচের ব্যাটারি। ফলে চার্জিং নিয়েও গ্রাহকদের বাড়তি দুশ্চিন্তা থাকবে না।
ভিভো ১ এস ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২ জিবি’র র্যাম। ফোনটিতে ইন্টারনাল স্টোরেজের জন্য ব্যবহার করা হয়েছে ৩২ জিবি’র রম, পাশাপাশি গ্রাহকরা ফোনটিতে ২৫৬ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি ব্যবহার করতে পারবেন।
৫ মেগাপিক্সেলের (১.৮ অ্যাপরচার) ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের (২.২ অ্যাপারচার) ব্যাক ক্যামেরা যুক্ত করা হয়েছে ভিভো ১ এস ফোনটিতে। অলিভ ব্ল্যাক ও অরোরা ব্লু এই দুই কালারের ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ফানটাচ ওএস ১০.৫ অপারেটিং সিস্টেম।
রিয়েলমি সি১১
রিয়েলমি সি ইলেভেন বা সি১১ ফোনটি সি সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে এখন পর্যন্ত রিয়েলমি সি ১১ সেরা বলে রিয়েলমির দাবি। শক্তিশালী ব্যাটারি, অসাধারণ পারফরমেন্স ও চোখ ধাঁধানো ডিজাইনের এন্ট্রি লেভেলের ফোন রিয়েলমি সি ইলেভেন বাংলাদেশের স্মার্টফোনের বাজারে দারুণ সাড়া ফেলেছে। ক্রেতাদের কথা বিবেচনা করেই টেক-ট্রেন্ডসেটিং মোবাইল ব্র্যান্ড রিয়েলমি দেশের বাজারে তাদের জনপ্রিয় সি সিরিজের রিয়েলমি সি ইলেভেন লঞ্চ করে।
রিয়েলমির সি সিরিজ অনেক জনপ্রিয় এবং এ সিরিজের ডিভাইজগুলোর রপ্তানি রখন পর্যন্ত ১ কোটি ৩২ লাখ অতিক্রম করেছে, যা এন্ট্রি লেভেল সিরিজের স্মার্টফোনের জন্য নিঃসন্দেহে অসাধারণ এক অর্জন। টেক-ট্রেন্ডি তরুণ প্রজন্মের প্রতিদিনের চাহিদা পূরণের বিবেচনায়, সি সিরিজের ডিভাইজগুলোর মধ্যে এখন পর্যন্ত রিয়েলমি সি ইলেভেনই সেরা।
রিয়েলমি সি ইলেভেনের গুরুত্বপূর্ণ ফিচার হলো এর শক্তিশালী ব্যাটারি। এতে আছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি; পাশাপাশি রয়েছে রিভার্স চার্জিং এর সুবিধাও, যার ফলে এ ফোনটি দিয়ে মাইক্রো ইউএসবি ওটিজির মাধ্যমে অন্যান্য স্মার্টডিভাইজগুলোও চার্জ দেয়া যাবে। তরুণদের গতিশীল জীবনধারা এবং তাদের চাহিদা পূরণে সক্ষম বলেই রিয়েলমি সি ইলেভেন তরুণদের মাঝে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে।
সি ইলেভেনে আছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সাথে রয়েছে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। প্রাণবন্ত সেলফি তোলার জন্য আছে ৫ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর। এ প্রাইজ রেঞ্জে প্রথম ফোন হিসেবে একমাত্র এই ফোনেই আছে নাইটস্কেপ মোড। এ ফিচারটি ব্যবহার করে অসাধারণ ডিটেইলে রাতের ছবি তোলা যাবে। রয়েছে ক্রোমাবুস্ট, এআই বিউটি, এইচডিআর, টাইম-ল্যাপস, পোর্ট্রেট মোড এবং ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।
হার্ডওয়্যার ও সফটওয়্যারের দুর্দান্ত সমন্বয় থাকার কারণে এর মাধ্যমে অল্প আলোতেও চমৎকার ছবি তোলা যায়। পাশাপাশি, ৬.৫ ইঞ্চির এইচডি+মিনি ড্রপ ডিসপ্লে রয়েছে।
রিয়েলমি সি ইলেভেনে ব্যবহার হয়েছে অ্যান্ড্রয়েড ১০ এবং রিয়েলমি ইউআই। শক্তিশালী ব্যাটারি ও হেলিও জি৩৫ প্রসেসরের স্মার্টফোনটি দীর্ঘসময় ধরে গেম খেলতে যারা পছন্দ করেন তাদের জন্য বেশ কার্যকারী।
২জিবি র্যাম ও ৩২ জিবি রমের রিয়েলমি সি ইলেভেন মিন্ট গ্রিন ও পেপার গ্রে – দুর্দান্ত দু’টি রঙে মাত্র ৮ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
ওয়ালটন প্রিমো এন৪
দেশীয় ব্র্যান্ড ওয়ালটন দীর্ঘদিন ধরেই সীমিত বাজেটের স্মার্টফোনের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম। ওয়ালটন প্রিমো এ৪ এই দামের মধ্যে হতে পারে ‘বেস্ট ভ্যালু ফর মানি।’
৬ দশমিক ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে ১৬, ৮ এবং ২ মেগাপিক্সেলের তিনটি কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ ক্যামেরা। সেলফি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রমসহ স্মার্টফোনটির বাজার মূল্য ৯ হাজার ৭৯৯ টাকা।
সামসাং গ্যালাক্সি এম০২ এস
উন্নতমানের দামী ফ্লাগশিপ ফোন দিয়ে ক্রেতাদের নজরকাড়া স্যামসাং দেশের বাজারে এম০২ এস নামের এই বাজেট স্মার্টফোন নিয়ে এসেছে। ৬ দশমিক ৫ ইঞ্চি পর্দার এই ফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর এবং ১৩, ২ এবং ২ মেগাপিক্সেলের তিনটি উন্নত সেন্সর সমৃদ্ধ ক্যামেরা।
সেলফি ক্যামেরা হিসেবে আছে ৫ মেগাপিক্সেলের আরেকটি ক্যমেরা। দেশের বাজারে এই স্মার্টফোনটির ৪/৬৪ জিবির দাম ১১ হাজার ৯৯৯ টাকা।
শাওমি পোকো এম৩
কিছুটা বাজেট বাড়িয়ে নিলেই মিলবে শাওমি পোকো এম৩। শাওমির সাব-ব্র্যান্ড পোকোর এই স্মার্টফোনটি ক্যামেরা এবং প্রসেসরের জন্য ব্যাপক জনপ্রিয় একটি ডিভাইস। ৬.৫৩ ফোনটিতে স্নাপড্রাগ্রন ৬৬২ চিপসেটের সাথে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের দূর্দান্ত একটি প্রাইমারি ক্যামেরা।
আট মেগাপিক্সেলের একটি টেলিফটো, দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরাও আছে। রয়েছে আট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। দেশের বাজারে চার জিবি র্যাম ও ৬৪ জিবি রমের ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ১৭ হাজার ৫০০ টাকায়।
এছাড়াও প্রতিটি ফোনের সাথেই আছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। সীমিত বাজেটে স্মার্টফোন কেনার জন্য পছন্দ অনুযায়ী ওপরের মডেলগুলো মিলিয়ে দেখতে পারেন আপনিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।