জুমবাংলা ডেস্ক: ভাষা একটি যোগাযোগের অন্যতম মাধ্যম। যেকোনো একটি বিদেশী ভাষা জানলে আপনার ক্যারিয়ার সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে। ক্যারিয়ারের উচ্চ শিখরে পৌঁছানোর জন্য অন্যান্য পেশার চেয়ে ভাষা শিখে যদি কেউ পেশা হিসেবে ক্যারিয়ার গড়তে চায় তাহলে কোন অংশেই পিছিয়ে থাকবে না। কোন বিদেশি ভাষা যদি আপনার আয়ত্তে থাকে তবে সেটা শুধু আপনার ক্যারিয়ার গড়তে ভূমিকাই রাখবে না শুধু বরং আপনার ক্যারিয়ারের মোড় ঘুড়িয়ে দিতে পারে।
যার ভাষা যোগ্যতা যত বেশি তার ক্যারিয়ার কত সাফল্যমন্ডিত। একটি বিদেশি ভাষা শেখা আর সেই ভাষাভাষী জাতিকে জয় করা সমান। বিশ্বায়নের এই যুগে যোগাযোগ দক্ষতা আবশ্যকীয় হয়ে পড়েছে। ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষা জানা লোকদের চাহিদা বাড়ছে। বর্তমান সময়ে নিচের এই ভাষা গুলোর চাহিদা সব থেকে বেশি:
জাপানিজ ভাষা
জাপানের ভাষা কিন্তু শুধু জাপানিজদের মধ্যেই সিমাবদ্ধ নয়। জাপানসহ বিশ্বের প্রায় ১৩ কোটি মানুষ জাপানি ভাষায় কথা বলে। বর্তমানে সরকারীভাবে জাপানে যাওয়া যায়। বর্তমানে দক্ষিণ জাপানের আইএম জাপান নামক একটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের বিএমইটির মাধ্যমে বিনা টাকায় জাপান যাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া জাপানে উচ্চশিক্ষার জন্য প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী জাপানে পাড়ি জমাচ্ছে।
কোরিয়ান ভাষা
বর্তমানে সরকারীভাবে দক্ষিণ কোরিয়া, জাপানসহ অনেক দেশেই যাওয়া যায়। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় সরকারিভাবে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারের বোয়েসেল- এর মাধ্যমে প্রতিবছর বিজ্ঞাপন হয়ে থাকে। এই বিজ্ঞাপনে আবেদন করলে বিনা টাকায় দালাল, মাধ্যম ছাড়া ইপিএস এর আওতায় দক্ষিণ কোরিয়া যাওয়া যায়। যেখানে প্রতি মাসে দেড় লাখ থেকে ২ লাখ টাকা আয় করা যায়।
চীনা ভাষা
আপনার শুধু মাত্র চীনা ভাষা জানা থাকলে খুব ভালো পারিশ্রমিকে অনায়াসে চাকরি পেয়ে যাবেন। বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে চীনের পণ্য বিক্রি হয় না। চীন তাদের এই ব্যবসা বাণিজ্যকে আরো সুদূরপ্রসারী করে তোলার জন্য বিভিন্ন দেশে তাদের ভাষাকে ছড়িয়ে দিচ্ছে। এমনকি অনেক দেশে ঋণ প্রদানের সময় চীন তাদের ভাষা শেখানোর শর্ত জুড়ে দিচ্ছে। ভাষাবিজ্ঞানীদের মতে চীনা ভাষাগোষ্ঠীতে সাত কিংবা দশটি ভাষা বা উপভাষাগোষ্ঠী আছে। চীনা ভাষা শেখার ক্ষেত্রে প্রথম দিকে এর সংকেত কিংবা অক্ষরগুলো চিনতে পারা এবং মনে রাখাটাই আসল কাজ।
স্প্যানিশ ভাষা
স্প্যানিশ ভাষা শিখেও আপনি ভালো ক্যারিয়ার দাড় কড়াতে পারেন। স্পেনের অধিবাসীরা স্প্যানিশ ভাষাকে অন্যান্য জাতীয় ভাষার সঙ্গে তুলনার সময় এস্পানিওল (Español) নামে ডাকেন। আবার এটিকে স্পেনের অন্যান্য আঞ্চলিক ভাষার (যেমন- কাতালান, গালিসীয়, বা বাস্ক) সঙ্গে তুলনার সময় কাস্তেইয়ানো (Castellano) নামে ডাকা হয়।
ফরাসি ভাষা
আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির পরেই হচ্ছে ফরাসি ভাষার স্থান। ব্যবসা-বাণিজ্যের কথা বললে ফরাসির পরে চাইনিজ ভাষার গুরুত্ব অপরিসীম। দ্বিতীয় আন্তর্জাতিক ভাষা হিসেবে ফরাসি ভাষার গুরুত্ব জাতীয় ও আন্তর্জাতিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া ফরাসি ভাষা জানলে অন্যান্য ইউরোপীয় ভাষাও সহজে আয়ত্তে আনা যায়। এই ভাষার মূল প্রচলন ইউরোপ মহাদেশে। বিশেষত ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড ও পার্শ্ববর্তী কিছু দেশে। বর্তমানে পৃথিবীর প্রায় ৩০ কোটি লোক মাতৃভাষা কিংবা দ্বিতীয় ভাষা হিসেবে ফরাসিতে কথা বলেন। বিশ্বের প্রায় ৫৪টি দেশে এটি ব্যাপকভাবে প্রচলিত। বর্তমান যুগে ফরাসি ভাষা শেখার ক্ষেত্রে তরুণ সমাজের মধ্যে বেশ ঝোক দেখা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।