পহেলগাঁও হামলার প্রতিবাদ হিসেবে পাকিস্তানের কয়েকজন ক্রিকেটারের ইনস্টাগ্রাম প্রোফাইল বন্ধ করে দিয়েছে ভারত। তারা হলেন- বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
এর আগে পাকিস্তানের সোনাজয়ী জ্যাভেলিন খেলোয়াড় আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম প্রোফাইল বন্ধ করে দেওয়া হয়েছে ভারতে।
পাকিস্তান ক্রিকেটের বিরুদ্ধে এটাই অবশ্য প্রথম পদক্ষেপ নয়। কয়েক দিন আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার, বাসিত আলি ও রশিদ লতিফের ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে মোট ১৬টি ইউটিউব অ্যাকাউন্ট।
কারণ হিসেবে জানানো হয়েছে, ভারতবিরোধী মন্তব্যের জেরে এই পদক্ষেপ করা হয়েছে। এবার সেই তালিকায় ঢুকলেন চার বর্তমান ক্রিকেটার।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তাপ ছড়াচ্ছে। আর সে উত্তাপের আঁচ ভালোই টের পাচ্ছে ক্রীড়াজগত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।