স্পোর্টস ডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একাদশে অধিনায়ক হিসেবে রেখেছে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে।
২০১০ সাল থেকে এখন পর্যন্ত ১৩১টি ওয়ানডে খেলেছেন সাকিব আল হাসান। যেখানে ৩৮.৮৭ গড়ে ৪ হাজার ২৭৬ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বল হাতে ৩০.১৫ গড়ে ১৭৭ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। গত এক দশকে ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা ওয়ানডে দল: রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রশিদ খান, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা।