ক্রিকেট খেললে সচিনের থেকেও বড় স্টার হতেন সাইফ আলি খান!

বর্তমানে বলিউডের অন্যতম সেরা অভিনেতা সাইফ আলি খান। অভিনয় জীবনের প্রথমের দিকে তিনি রোম্যান্টিক ছবিতেই অভিনয় করে বিখ্যাত হয়েছেন। তাকে প্রথম দেখা যায় পরম্পরা সিনেমায়। সেসময় সাধারণ মানুষ নিজেদের চোখকে বিশ্বাস করতে পারেনি তার অসাধারন অভিনয় শৈলী দেখে।
শচীন-সাইফ
এরপর সেখান থেকে ‘দিল চাহতা হ্যায়’, ‘হাম তুম’, ‘সেক্রেড গেমস’, ‘লাল কাপ্তান’ এবং সর্বশেষ তাকে দেখা যায় ‘তানহাজি’ ছবিতে। ছবিতে তাকে দেখে মানুষ তার প্রশংসা করতে কখনোই ক্লান্ত হয় না। বলিউডে সাইফসেই অভিনেতাদের মধ্যে একজন, যাদের অভিনয় প্রতিভা একটু দেরিতে ধরা পড়ে। তবে এখন তার অভিনয় এর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ রাখেননা কেউই।

আসলে সাইফের ব্যাপারে কথা বলতে গিয়ে অনেকেই তার মায়ের প্রসঙ্গ টেনে আনেন। তার মা বিখ্যাত বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তিনি নিজের অভিনয় জীবনে দারুণ অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছেন। সাইফের বাড়িয়ে প্রতিভার একেবারে ছড়াছড়ি ছিল। তার মা যেমন একজন দুর্দান্ত অভিনেত্রী ছিলেন, তেমনই তার বাবা মনসুর আলি খান পতৌদি ছিলেন একজন ক্রিকেট কিংবদন্তি। এছাড়া সাইফের দাদা ইফতিখার আলি খান পতৌদিও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন।

এখন বাড়ির প্রসঙ্গ উঠলেই প্রশ্ন আসে যে, বাড়িতে দুই মহারথী ক্রিকেটার থাকার পরেও সাইফ ক্রিকেটার না হয়ে কেন অভিনয় জীবনকেই বেছে নিলেন। নবাব পরিবারের ছোট নবাবের এই সিদ্ধান্তের কারণ জানেন আপনারা? আসলে সেই নিয়ে সাইফের একটি পুরনো সাক্ষাৎকার উঠে আসে, সেখানে তিনি বলেন যে, তার মনে হয়নি তিনি তার বাবার মতো দূর্দান্ত ক্রিকেট খেলতে পারবেন। মাত্র ৬ বছর বয়সেই তার ক্রিকেটের প্রতি অনীহা সৃষ্টি হয়।

এরপরই তাকে যখন জিজ্ঞেস করা হয় যে, তিনি কি এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে, নিজের মায়ের চেয়ে ভালো অভিনয় করতে পারবেন তিনি? সেখানে তিনি আত্মবিশ্বাস এর সুরে বলেন যে, তিনি তা বিশ্বাস করতেন। কারণ অভিনয় করতে পারলেও তিনি ক্রিকেট একদমই খেলতে পারেন না। তবে তিনি সেখানে এটাও বলেন যে, ক্রিকেট খেলতে পারলে দারুণ হত। এমনকি তিনি নাকি শচীন টেন্ডুলকারের চেয়েও বড় ক্রিকেটার হতে পারতেন বলে হেসে ফেলেন সাইফ।

তবে আজ যদি তিনি ক্রিকেট খেলতে যেতেন তাহলে বলিউড এমন শক্তিশালী চরিত্রের নায়কের অভাব বোধ করতো। তার অভিনয় শৈলী সিনেমার মান বদলে দেয়। প্রসঙ্গত খুব শীঘ্রই একটি সিনেমাতে দেখতে পাওয়া যাবে তাকে। প্রভাস এবং কৃতি শ্যাননের সাথে রামায়ণ অবলম্বনে নির্মিত ‘আদিপুরুষ’-এ দেখা যাবে তাকে। সেখানে রাবণের ভূমিকায় রয়েছেন সাইফ।

সাইফ আলি খানের জন্মদিনে গোটা পরিবার উপস্থিত থাকলেও সারা অনুপস্থিত কেন?