আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের একটি শহরে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া।
ক্রিমিয়ার উত্তরাঞ্চলীয় শহর আরমিয়ানস্ক শহরের মেয়র ভাসেলি টেলিঝেনকোর বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস শুক্রবার এ খবর প্রকাশ করেছে। খবর রয়টার্সের।
আরমিয়ানস্ক শহরের মেয়র বকে টেলিগ্রাম বার্তায় স্থানীয় বাসিন্দাদের বলেন, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমাদের শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
এখানে আপনাদের আর কোন অসুবিধা হবে না। আপনার শহর ছেড়ে অন্য কোথাও যাবেন না।
এর আগে গত সপ্তাহে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়, আরমিয়ানস্ক শহর থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরিয়ে নিচ্ছে রাশিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।