‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত সংগীতশিল্পী বেবী নাজনীন। বাংলাদেশ বেতার, চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চ- সব মাধ্যমেই গান গেয়ে অসংখ্য শ্রোতার হৃদয় জয় করে নিয়েছেন। ৫০টি একক এবং ২০০-এরও বেশি মিশ্র অ্যালবাম রয়েছে তার। গান নিয়ে পৃথিবীর বহু দেশে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন দীর্ঘদিন ধরে। কিন্তু গান নিয়ে তৃপ্ত নন এই শিল্পী।
বেবী নাজনীন একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার গানগুলো যখন তৈরি হয়, ইটস লাইক বেবি। এক একটা গান আমার কাছে এক একটি সৃষ্টি। আমি যখন একটা গান গেয়ে ফেলি, তারপরে মনে হয়- আহা যদি আরও ভালো করে গাইতে পারতাম। ভালো পারফরমেন্স দেওয়ার জন্য আমার একটা চাহিদা আছে। আমার ভেতরে একটা চাওয়া আছে।’’
বেবী নাজনীন আরও বলেন, ‘‘শিল্পীদের তৃপ্তি এতো সহজে হয় না। আমি এটা বিশ্বাস করি। ক্রিয়েটিভ মানুষের চাহিদা থাকবেই।’’
বেবী নাজনীন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একাধিকবার। আধুনিক গানের বাইরে রবীন্দ্র-নজরুল, লালন, পল্লী, ভাওয়াইয়া গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।