স্পোর্টস ডেস্ক: পরাজয় দিয়ে বিশ্বকাপ মিশন করে আর্জেন্টিনা এখন অপেক্ষা করছে সেমিফাইনাল খেলার। তাদের প্রতিপক্ষ তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে স্তব্ধ করে দেয়া দল ক্রোয়েশিয়া। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হবে দল দুটি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
৩৬ বছর ধরে বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় থাকা আর্জেন্টিনা যেকোনো মূল্যেই এবার চ্যাম্পিয়ন হতে চায়। দলটির সবার একটাই চাওয়া সতীর্থ লিওনেল মেসি উঁচিয়ে ধরুক সোনালী ট্রফিটি। মাত্র দুটি ম্যাচ জিতলেই ধরা দিবে সে মাহেন্দ্রক্ষণ।
মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে কেমন হবে দুই দলের একাদশ? আর্জেন্টিনার জন্য একটু দুশ্চিন্তা বিষয় দলের দুই ডিফেন্ডার মন্টিয়েল ও আকুনাকে পাচ্ছে না তারা। তবে বড় সুসংবাদ শুরুর একাদশেই দেখা যাবে তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ও রদ্রিগো ডি পলকে।
গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনাল মিলিয়ে দুটি করে হলুদ কার্ড দেখায় মন্টিয়েল ও আকুনাকে পাচ্ছে না আর্জেন্টিনা। আজ একাদশে ঢুকতে পারেন নিকোলাস তাগফিয়ালিগো।
অন্যদিকে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচের একাদশ নিয়ে তেমন কোনও দুশ্চিন্তা নেই বললেই চলে। পূর্ণ ফিট দলই পাচ্ছেন তিনি। ব্রাজিলের বিপক্ষে জেতা ম্যাচের শুরুর একাদশই অপরিবর্তিত রাখার কথা তার।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও আলভারেজ।
ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ
লিভাকোভিচ (গোলরক্ষক), জুরানকভিচ, লভরেন, জিভারডিওল, সোসা, লুকা মদরিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, পেসেলিচ, ক্রামারিচ ও পেরিসিচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।