Views: 288

খেলাধুলা ফুটবল

ক্লাবের জার্সিতে মসজিদের ছবি, ক্ষুব্ধ সমর্থককে বিদায় জানালো এফসি কোলন

স্পোর্টস ডেস্ক : ক্লাবের জার্সি কিটে মসজিদের ছবি থাকার কারণে ক্ষুব্ধ হয়ে ক্লাবের সাপোর্টারস মেম্বারশিপ থেকে নাম প্রত্যাহার করে নিল জার্মান লীগ বুন্দেসলীগার এফসি কোলনের এক ভক্ত।

কিটে মসজিদের ছবি থাকার কারণে ক্ষুদ্ধ হয়ে ওই সমর্থক জানান, একটি ফুটবল ক্লাব নিজেকে ‘ধর্মীয় সংগঠন’ হিসেবে তুলে ধরেছে এবং ‘মুসলমান এবং মসজিদের সঙ্গে’ এই ক্লাবকে তিনি মেলাতে পারেন না, সুতরাং আর তিনি ক্লাবের সদস্য থাকতে চান না৷

তবে সেই সমর্থকের এমন সিদ্ধান্তে মোটেও বিচলিত নয় ক্লাবটি। বরং তারা জানিয়েছে কোলন শহরকে তুলে ধরতে হলে সেই মসজিদের ছবি থাকা অপরিহার্য। সুতরাং সেই সমর্থককে বিদায় জানানোতে তাদের কোন অনুশোচনা নেই। খবর জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে’র।


এফসি কোলনের সেই জার্সিতে মসজিদের পাশাপাশি কোলন শহরের ক্যাথেড্রাল, রাইন নদীসহ আরো কিছু দর্শনীয় স্থানের ছবিও স্থান পেয়েছে৷ তাই কোলনের ক্লাব হিসেবে শহরের সব ধর্ম, সংস্কৃতির মানুষকে সঙ্গে নিয়ে চলার মানসিকতা নিয়েই ওই সমর্থককে টুইটারে ‘গুডবাই’ বলেছে এফসি কোলন৷

জার্সিতে স্থান পাওয়া তুরস্ক সরকার এবং জার্মানিতে তুর্কি মুসলমানদের ধর্মীয় সংগঠন ডিআইটিআইবি’র অর্থায়নে নির্মিত এই মসজিদটির উদ্বোধন হয় ২০১৮ সালে। মসজিদটির উদ্বোধন করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ক্লাবটি জানায়, এই মসজিদ আসলে কোলনে বসবাসরত বিশাল তুর্কি কমিউনিটির প্রতীক, তাদের অনেকেই এফসি কোলনের অন্ধ ভক্ত।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool


আরও পড়ুন

জন্মদিনে টাইগারদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Saiful Islam

এমন ফিল্ডিং আগে দেখেননি শচিন

Shamim Reza

মুম্বাইয়ের বিপক্ষেও মাঠে নামা হচ্ছে না মরিসের!

Mohammad Al Amin

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ : বিসিবি প্রধান

rony

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না টাইগাররা

rony

কন্যা দিবসে ক্রিকেটারদের আবেগঘন বার্তা

Shamim Reza