ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজনে এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। ৩২টি দলের প্রতিযোগিতা শেষে এখন চারটি দল টিকে আছে, আর কিছুদিন পরই জানা যাবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন কে হবে।
শিরোপা লড়াইয়ের পাশাপাশি গোল্ডেন বুটের দৌড়ও চলছে জমে। গ্রুপ পর্ব, রাউন্ড অব সিক্সটিন এবং কোয়ার্টার ফাইনাল শেষে চারজন ফুটবলার সমান চারটি গোল নিয়ে গোল্ডেন বুটের শীর্ষে রয়েছেন—রিয়াল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া, বেনফিকার আনহেল ডি মারিয়া, আল হিলালের মার্কোস লিওনার্দো এবং বরুশিয়া ডর্টমুন্ডের সেরহোউ গিরাসি।
তবে গার্সিয়া এ মুহূর্তে এগিয়ে আছেন, কারণ তার প্রতিদ্বন্দ্বী তিনজনই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। ফলে সেমিফাইনাল ও ফাইনালে আরও গোল করে তিনি অন্যদের থেকে এগিয়ে যেতে পারেন।
এদিকে, চেলসির পেদ্রো নেতোও গোল্ডেন বুটের দৌড়ে আছেন, তার নামের পাশে রয়েছে তিনটি গোল। সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে ও ফাইনালে আরও গোল করার সুযোগ রয়েছে তার, যা গার্সিয়াকে টপকে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি করতে পারে।
আর দুটি গোল করা পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি এখনও দৌড়ে আছেন। তার দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনাল খেলবে, এবং ফাইনালে উঠলে আরও একটি ম্যাচে গোল করার সুযোগ পাবেন তিনি।
মোট কথা, গোল্ডেন বুটের লড়াই এখন তিনজনের মধ্যে—গার্সিয়া, নেতো এবং হাকিমি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।