আন্তর্জাতিক ডেস্ক : এবার ক্লাসরুমে বসেই টিকটক ভিডিও বানিয়ে ফেলল স্কুলের ছাত্র-ছাত্রীরা! সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছে তারা। ভিডিওটি ভাইরাল হতেও সময় লাগেনি। শোরগোল পড়ে গিয়েছে ভারতের আলিপুরদুয়ারে। ঘটনাটি ভারতের সলসলাবাড়ি মডেল হাইস্কুলে। অভিভাবক ও প্রাক্তনীদের বিক্ষোভের মুখে পড়ে অভিযুক্ত পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে বৈঠক বসার আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক।
আর কয়েকদিন পরেই স্বাধীনতার দিবস। জোরেসোরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া চলছে ভারতের আলিপুরদুয়ারের সলসলাবাড়ি মডেল হাইস্কুলে। অভিযোগ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মহড়ার ফাঁকে ক্লাসরুমে বসে টিকটক ভিডিও ফেলেছে একদল স্কুল ছাত্র-ছাত্রী। ভিডিটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক ও স্কুলের প্রাক্তনীরা। তাঁদের দাবি, ওই টিকটক ভিডিও খোদ স্কুল পরিচালন সমিতির সভাপতির মেয়েকেও দেখা গিয়েছে। তাই সব জেনেও পড়ুয়াদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার সলসলাবাড়ি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে দেখাও করেন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের একাংশ। তাঁদের দাবি, প্রধান শিক্ষক অভিযুক্ত পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে বৈঠক করার প্রতিশ্রুতি দেন। কিন্তু, অভিভাবকরা যখন স্কুলে যান, তখন তাঁদের বলা হয়, সাতদিন পর বৈঠক হবে। আর তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক ও প্রাক্তনীরা।
সূত্র : সংবাদপ্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।