জুমবাংলা ডেস্ক : ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা চাঁদা তুলেছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)। এমন অভিযোগে রাজধানীর গুলশান এভিনিউয়ের জব্বার টাওয়ারে বিএবি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সংগঠনটির কার্যালয়ে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে দুদক উপপরিচালক আকতারুল ইসলাম বলেছেন, বিএবি চেয়ারম্যান ও নির্বাহীদের বিভিন্ন ব্যাংক থেকে বেআইনিভাবে চাঁদা উত্তোলন করার অভিযোগে এ অভিযান পরিচালনা করে দুদক।
তিনি আরও বলেন, অভিযান চলাকালে বিভিন্ন রেকর্ডপত্র ও বিএবির ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা যায়, বিএবির আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে বিধান না থাকা সত্ত্বেও ওই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও অন্য সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশে বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা চাঁদা তুলেছেন। যা বিএবির আয়-ব্যয় হিসাবে যথাযথভাবে প্রতিফলন হয়নি।
দুদকের অভিযান, বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা চাঁদা তুলেছে বিএবি
জানা যায়, আভিযানিক টিম অভিযোগ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করেছে। রেকর্ডপত্র বিশ্লেষণ করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান। তিনি বলেন, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত এক্সিম ও প্রিমিয়ার ব্যাংকের দুটি অ্যাকাউন্টে প্রায় ১৭৫ কোটি টাকা ব্যাংকগুলোর কাছ থেকে নিয়েছে বিএবি। যা আইনবিরুদ্ধ৷ এছাড়া নজরুল ইসলাম মজুমদার বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকেও টাকা নিয়েছেন এবং তা ব্যক্তিস্বার্থে ব্যবহার করেছেন।
একই দিন অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ার ভবন, সাতক্ষীরায় সার বিক্রির দোকান এবং রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে পৃথক অভিযান পরিচালনা করেছে দুদক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।