জুমবাংলা ডেস্ক : চীনের ফাস্ট ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ড মিনিসো গ্রুপ নিজেদেরকে জাপানি ব্র্যান্ড হিসেবে প্রচার করায় ক্ষমা চেয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। একইসঙ্গে তারা চীনা গ্রাহকদের অনুভূতিতে আঘাত করার জন্যও ক্ষমা চেয়েছে।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে কোম্পানিটি তাদের বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা বলছে, নিজেদেরকে জাপানি ডিজাইনার ব্র্যান্ড হিসাবে প্রচার করার জন্য আমরা গভীরভাবে লজ্জিত।
চীনা শহর গুয়াংডং ভিত্তিক এই কোম্পানিটির বিবৃতিতে আরও বলা হয়, ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মিনিসো জাপানি ডিজাইনার সানাজাচুনকে প্রধান ডিজাইনার হিসেবে নিয়োগ দেয়। যার ফলে মিনিসো ‘জাপানি ডিজাইনার ব্র্যান্ড’ হিসেবে পরিচিতি পায়। এর প্রাথমিক পর্যায়ে কোম্পানি বুঝতে পারে তারা ব্র্যান্ড পজিশনিং এবং বিপণনের জন্য ভুল পথ গ্রহণ করেছে।
কোম্পানিটির ৮০ শতাংশের বেশি পণ্য চীন থেকে আসে। কিন্তু আন্তর্জাতিকভাবে এটিকে জাপানি ব্র্যান্ড হিসেবে দাবি করা হয়। একইসঙ্গে কোম্পানির পণ্য এবং লোগোর মধ্যেও জাপানি ভাব ফুটিয়ে তোলা হয়েছে।
মিনিসো ২০১৩ সালে টোকিওতে তাদের যাত্রা শুরু করে। আইন অনুযায়ী সেটির মালিক চীনা উদ্যোক্তা ইয়ে গুওফু। সাশ্রয়ী দামে ভালো পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমানে ৮১টি দেশে পাঁচ হাজারের বেশি স্টোর রয়েছে মিনিসোর।
২০১৮ সাল থেকে বাংলাদেশে মিনিসো তাদের কার্যক্রম শুরু করে। ক্রিয়েটিভ হোম-ওয়ার, ব্যাগ, স্পোর্টস-ফিটনেস, আউটডোর অ্যাকসেসরি, গেজেটস, আইসিটি পণ্য, স্বাস্থ্য এবং সৌন্দর্য, স্টেশনরি ও উপহার, খেলনাসহ প্রয়োজনীয় সব কিছুই রয়েছে মিনিসোতে।
বর্তমানে দেশে মিনিসোর ১৮টি দোকান রয়েছে। এর কার্যক্রম ফ্র্যাঞ্চাইজি বিজনেস মডেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এদের মধ্যে এভিন্স গ্রুপের মালিকানার পাশাপাশি দোকান অন্যান্য ফ্র্যাঞ্চাইজির মালিকানায়ও পরিচালিত হচ্ছে।
মিনিসো বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, এটা জাপানি পণ্যের দোকান হিসেবে কখনও দাবি করা হয়নি। যারা এতদিন ধরে আমাদের সঙ্গে আছেন তারা চীনের পণ্য শুনে যদি বিভ্রান্ত হন তবে সেটা মিনিসোর প্রতি ন্যায় করা হবে না। শুরুতে জাপানের কিছু সম্পৃক্ততা থাকলেও কোভিডের কিছু সময় আগে থেকে পুরোপুরি চীনের হয়ে যায়। এখানে বিভ্রান্তির কোনও সুযোগ নেই।
জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত পররাষ্ট্রমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।