স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই দুঃখজনক বিদায় ঘটেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। বিশ্বজুড়েই সমালোচিত হয়েছেন তাদের ক্রিকেটাররা। খেলার প্রতি নিকোলাস পুরানদের নিবেদন নিয়ে প্রশ্ন উঠেছে। সেই ধারাবাহিকতায় এবার ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ফিল সিমন্স।
সেই সঙ্গে তিনি ক্ষমাও চেয়েছেন জাতির কাছে। আগামী মাসে অ্যাডিলেড টেস্টই সিমন্সের শেষ অ্যাসাইনমেন্ট।
পদত্যাগের বিবৃতিতে সিমন্স বলেছেন, ‘আমি বুঝতে পারছি শুধু আমাদের দল নয়, এটি (বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায়) পুরো জাতিকেই কষ্ট দিচ্ছে। হতাশাজনক ও হৃদয় দুমড়েমুচড়ে দেওয়ার মতো বিষয়। কিন্তু আমরা যথাযথ পারফর্ম করতে পারিনি। আমরা মাঠে যোগ্য ছিলাম না। এখন আমাদেরকে বাইরে বসে কোনো রকম অংশগ্রহণ ছাড়াই এই টুর্নামেন্ট দেখতে হবে। এর কষ্ট সীমাহীন। এ জন্য আমি সমর্থক ও অনুসারীদের কাছে গভীরভাবে ক্ষমাপ্রার্থী।’
বিশ্বকাপের প্রথম পর্বে ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের সঙ্গে ছিল ওয়েস্ট ইন্ডিজ। স্বাভাবিকভাবেই এই গ্রুপ থেকে ফেভারিট ধরা হচ্ছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কিন্তু তারা স্কটল্যান্ড আর আয়ারল্যান্ডের কাছে হেরে ছিটকে পড়ে। তবে সিমন্সের দাবি, এটাই তার পদত্যাগের একমাত্র কারণ নয়, ‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এটি কোনো ক্ষুব্ধ প্রতিক্রিয়া নয়। বরং আমি বেশ কিছুদিন ধরেই এ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলাম। এখন সবাইকে জানানোর সময় হয়েছে যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর আমি ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।