আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটের বন্দরে চীনের একটি জাহাজ আটক করা হয়েছে।পাকিস্তানের করাচি অভিমুখী জাহাজটিতে এমন কিছু সরঞ্জাম পাওয়া গেছে যা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা হয় বলে খবর প্রকাশিত হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, হংকংয়ের পতাকাবাহী ডা সুই ইয়ুন জাহাজটিকে গত ৩ ফেব্রুয়ারি আটক করে গুজরাটের কান্দা বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ। এরই মধ্যে ভারতের কেন্দ্র ও রাজ্যের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) জাহাজটিকে পরীক্ষা করছে। শিগগিরই পরমাণু বিজ্ঞানীদের একটি দলও সেখানে পাঠানো হবে।
জাহাজটি গত ১৭ জানুয়ারি চীনের জিয়ানজিং বন্দর থেকে করাচির কাসিম বন্দরের উদ্দেশে যাত্রা করে।জাহাজটিতে শিল্প কারখানার মালামাল বহন করা হচ্ছে বলে ঘোষণা দেওয়া হয়েছিল।পরে ভারতের বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতে জাহাজটিকে আটক করা হয়।
কাসিম বন্দরের অবস্থান সিন্ধুর করাচিতে, যেখানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কার্যক্রম চলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।