Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মিসরের রাষ্ট্রপতি বলেছেন, গাজায় গত এক সপ্তাহে ইসরায়েলের বিমান হামলা চালানোর পরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা মেরামতের জন্য তারা ৫০০ মিলিয়ন ডলার বরাদ্দ দেবে।
মিসরের সংস্থাগুলো এই কার্যক্রমে অংশ নেবে বলে জানিয়েছেন তিনি। খবর মিডল ইস্ট আইয়ের।
মঙ্গলবার (১৮ মে) পত্রিকাটির খবরে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র ও জর্ডানের বাদশাহর মধ্যে প্যারিসে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ ঘোষণা এল।
গাজায় ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশকিছু আবাসিক ও বাণিজ্যিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। হামলা এখনও চলমান রয়েছে।
গত ১০ মে থেকে চলা এ হামলায় ৬১টি শিশু ও ৩৬ নারীসহ ২১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।