স্পোর্টস ডেস্ক : বরাবরেই যন বাংলাদেশ দলক কটাক্ষ করে মজা পান শেবাগ। এবারও হয়নি নতুন কিছু। এবারও বাংলাদশের বিপক্ষে ম্যাচের আগেই বাংলাদেশক নিয়ে কটাক্ষ করে ভিডিও বানান তিনি।
তবে এবার এই ব্যাপারে নিশ্চিত করলেন ভারতীয় অধিনায়ক নিজেই। ভারতীয় অধিনায়ক বলেন, ‘তাদের দলে কয়েকজন নতুন ছেলে এসেছে। বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা জানি যে নিজেদের দিনে তারা যে কাউকেই হারাতে পারে। আর ১ম ওয়ানডে ম্যাচে হারার পর মনে হয়না কেউ আর এই প্রশ্ন তুলবে।’
এর আগে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে জয় ছিল না বাংলাদেশের। আট ম্যাচ খেলে সবকটিতেই হেরেছিল টাইগাররা। রোহিত বললেন, সেই বাংলাদেশ আর এই বাংলাদেশ আলাদা! তা প্রমাণ দিয়েছে ১ম ম্যাচেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


