জুমবাংলা ডেস্ক : পেঁয়াজ নিয়ে অতি মুনাফালোভী কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ সোমবার (০৭ অক্টোবর) রংপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী এখনও পেঁয়াজ নিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।
তিনি বলেন, বিকল্প পথে পেঁয়াজ আমদানি করা হয়েছে। তারপরও কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ী সুবিধা নেয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে এখন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুদ আছে। যারা অবৈধভাবে পেঁয়াজ মজুদ করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা শক্ত অবস্থান নিচ্ছি। মাঠে দশটি টিম কাজ করছে। এখন পেঁয়াজের দাম কমেছে।
তিনি বলেন, ঢাকায় ৪৫টি স্থানে টিসিবি ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রয় করছে। রংপুরেও টিসিবির মাধ্যমে এ ব্যবস্থা করা হবে। যাতে করে কোন মানুষ পেঁয়াজ নিয়ে অসুবিধায় না পড়ে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.