আন্তর্জাতিক ডেস্ক: ভরতসহ গোটা বিশ্বের অন্যতম ধনী পরিবারগুলির মধ্যে একটি আম্বানি পরিবার। আর যদি গাড়ির কথা বলতে হয়, তাহলে আম্বানি পরবারের গাড়ির কালেশনের সঙ্গে পেরে উঠবে, এমন পরিবার দেশে খুব কমই রয়েছে। মুম্বইতে অবস্থিত আম্বানিদের পারিবারিক বাসস্থান Antila-র গ্যারাজে রয়েছে শতাধিক স্পোর্টস কার ও SUV। সরকারের তরফ থেকে আম্বানি পরিবারের সদস্যদের Z+ ক্যাটগরির নিরাপত্তা প্রদান করা হলেও, নিরাপত্তারক্ষীদের গাড়িগুলি আম্বানি পরবারের গাড়িগুলির সঙ্গে মোটেই খাপ খায় না। ফলে, নিরাপত্তার খাতিরে বেশ কিছু গাড়ি কিনেছে আম্বানি পরিবার। এই গাড়িগুলির মোট মূল্য প্রায় ১০ কোটি টাকা।
Mercede-Benz G63 AMG
আম্বানি পরিবারের কনভয়ের নতুন সংযোজন এই Mercedes-Benz G63। আম্বানিদের কাছে এই গাড়িটি ঠিক কতগুলি রয়েছে তার কোনও নির্দিষ্ট হিসেব না থাকলেও, প্রত্যক্ষদর্শীদের মতে এই গাড়ি রয়েছে চারটি। এটি বিশ্বের অন্যতম শক্তিশালী SUV। গাড়িটিতে অটোমেটিক ট্রান্সমিশনের পাশাপাশি রয়েছে অফ-রোডিং করার ক্ষমতা। গাড়িটির দাম প্রায় 1 কোটি টাকা।
Land Rover Range Rover Vogue
এটি আম্বানিদের নিরাপত্তার জন্য ব্যবহৃত সবচেয়ে দামি গাড়ি। বেশ কয়েকটি Land Rover Range Rover Vogue রয়েছে আম্বানিদের নিরাপত্তারক্ষীদের কাছে। এই গাড়িটির নির্দিষ্ট ভার্সন জানা না থাকলেও, এই গাড়িটির দাম 2.5 থেকে 3.5 কোটি টাকার মধ্যেই রয়েছে বলে মনে করা হচ্ছে।
Land Rover Discovery Sport
এই গাড়িটিও রয়েছে আম্বানিদের নিরাপত্তারক্ষীদের কাছে। একগুচ্ছ Land Rover Discovery Sport SUV রয়েছে আম্বানিদের কাছে। এই গাড়িগুলির মাথায় রয়েছে স্ট্রোব লাইট ও পুলিশের স্টিকার। সঠিক সংখ্যার তথ্য না থাকলেও, এই গাড়ি প্রায় পাঁচটি রয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রতিটি গাড়ির দাম প্রায় 1 কোটি টাকা।
BMW X5
আম্বানিদের নিরাপত্তাবলয়ে থাকা এটি একটি প্রিমিয়াম SUV। এই গাড়িটি আসার পূর্বে যে সকল CRPF জাওয়ানরা আম্বানি পরিবারকে নিরাপত্তা প্রদান করতেন, তারা নিজেদের গাড়িই ব্যবহার করতেন। তবে, আম্বানিদের দ্রুতগতির গাড়ির সঙ্গে সেইসব গাড়ি পেরে না ওঠার ফলেই এই গাড়িগুলি কেনা হয়। প্রতিটি গাড়ির দাম প্রায় 2.5 কোটি টাকা।
Ford Endeavour
বিলাসবহুল গাড়ি ছাড়াও, আম্বানিদের কাছে রয়েছে বেশ কিছু Ford Endeavour। আম্বানি পরিবারের যেকোনও কনভয়েই এই গাড়িটি দেখা যায়। প্রতিটি গাড়ির দাম প্রায় ৫০ লাখ টাকা।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।