জাতীয়>>
স্বপ্নের সোনার বাংলা গড়াই একমাত্র লক্ষ্য : প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার শুধু একটাই কাজ- তা হচ্ছে জনগণকে উন্নত জীবন দেওয়া।
কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বেঁচে আছেন এরশাদ : রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কৃত্রিম সাপোর্ট নিয়ে বেঁচে আছেন বলে জানিয়েছেন তার ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
রাজধানীর ৩ গুরুত্বপূর্ণ সড়কে আজ থেকে রিকশা চলাচল বন্ধ : রাজধানীর কুড়িল-সায়েদাবাদ, গাবতলী-আজিমপুর ও সায়েন্সল্যাব-শাহবাগ সড়কে আজ রবিবার থেকে বন্ধ রিকশা চলাচল।
সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশংকা : চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ : গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে হরতাল পালন করেছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটের সামনে তারা এ অবরোধ কর্মসূচি পালন করেন।
কুমিল্লা বিকাশ এজেন্টের টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও ১ জন, অস্ত্র উদ্ধার : এজেন্টদের ৫৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় অন্যতম আসামি মন্টু সরকারকে কুমিল্লা ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা, ‘মৃত্যুঝুঁকি’ নিয়ে বসবাসকারীদের স্থানান্তর : চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে ভূমি ও পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ি এলাকায় ‘মৃত্যুঝুঁকি’ নিয়ে বসবাসকারী লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে। খবর ইউএনবি’র।
গাজীপুরে বিকল ট্রাকে ট্রেনের ধাক্কা, চালক ও সহকারীর প্রাণহানি : গাজীপুরে রেল ক্রসিংয়ের উপর বিকল ট্রাকে ট্রেনের ধাক্কায় দুইজন প্রাণহানি হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশন সংলগ্ন দক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক>>
ভূমিকম্প থেকে আগুন, ভূমিধস : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের পর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটেছে।
গ্রীসে জাতীয় নির্বাচন আজ : অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচির প্রেক্ষাপটে আজ রবিবার গ্রীসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
শপিং মলে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৩ : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি শপিং মলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।